রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপে কোনও স্পনসর ছাড়াই খেলছে ভারতীয় ক্রিকেট দল। গেমিং কম্পানি ড্রিম ১১-র সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর, নতুন কোনও স্পনসর খুঁজে পায়নি ভারতীয় দল। তবে এশিয়া কাপ চলাকালীনই নতুন স্পনসর পেয়ে গেল বিসিসিআই। নতুন স্পনসর হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হতে চলেছে ‘অ্যাপোলো টায়ার্স’। ২০২৭ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি করেছে তারা। অ্যাপোলো টায়ার্স ছাড়াও দরপত্র জমা দিয়েছিল ক্যানভা ও জেকে টায়ার।
ম্যাচ পিছু ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে এই টায়ার কোম্পানি। এর আগের স্পনসর ড্রিম ১১, ম্যাচ পিছু দিত ৪ কোটি টাকা করে। এশিয়া কাপে কোনও স্পনসর না থাকায়, জার্সিতে শুধু ‘ইন্ডিয়া’ লেখা নিয়েই মাঠে নেমেছিল ভারতীয় দল। এবারে দেখার নতুন স্পনসরের নাম জার্সিতে রেখে পরবর্তী ম্যাচে মাঠে নামে কিনা ভারতীয় দল।