Connect with us

IPL 2025: কেন আরসিবির অধিনায়ক হয়েছেন রজত পাটীদার? জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ২২ মার্চ থেকে শুরু হচ্ছে ২০২৫ আইপিএল। প্রথম ম্যাচেই ইডেনে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চলতি মরশুমে নিজেদের প্রায় পুরো দলকেই বদলে ফেলেছে আরসিবি। ফিল সল্ট, লিয়াম লিভিংস্টন, ক্রুণাল পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার, টিম ডেভিডের মত ক্রিকেটারদের দলে নিয়ে অভিজ্ঞতা এবং তারুণ্যের একটা মেলবন্ধন ঘটাতে চেয়েছে তারা। যেখানে দলের নতুন অধিনায়ক হয়েছেন রজত পাটীদার। কিন্তু কেকেআরের বিরুদ্ধে নামার আগে গোপন কথা ফাঁস করলেন জিতেশ শর্মা। কোহলি রাজি না হওয়াতেই বাধ্য হয়ে নাকি পাটীদারকে দায়িত্ব দিয়েছে বেঙ্গালুরু, এমনটাই দাবি করেন তিনি। তিনি বলেন, “বিরাট অধিনায়ক হতে চায়নি। সবাই যেদিন খবর পেয়েছে যে অধিনায়ক হবে পাটীদার, আমিও সেদিনই জানতে পেরেছি। তবে আগে থেকে একটা ইঙ্গিত ছিলই”।

তবে এখানে প্রশ্ন উঠেছে যে অধিনায়ক হিসেবে কোহলিই কি আরসিবির প্রথম পছন্দ ছিলেন? যদি থাকেন তাহলে কেন আবারও অধিনায়ক হলেন না কোহলি? কিন্তু সেই প্রশ্নের উত্তর দেননি জিতেশ। তিনি বলেন, “আমি ম্যানেজমেন্টের লোক নই। তাই আমি জানিনা কেন বিরাট অধিনায়ক হতে চাননি। তিন বছর আগে বিরাট নেতৃত্ব ছেড়ে দিয়েছিল। হয়তো ভেবেছে, এবারও নেতৃত্বের চাপ নেবে না। তাই বিরাট রাজি না হওয়ায় পাটীদারই সবচেয়ে ভাল বিকল্প ছিল। তাই ওকেই অধিনায়ক করা হয়েছে”। অপরদিকে এবারের নিলামে মাত্র তিনজন ক্রিকেটারকে ধরে রেখেছিল আরসিবি ম্যানেজমেন্ট। সেই তালিকায় ছিলেন বিরাট কোহলি, রজত পাটীদার এবং যশ দয়াল। অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে কোহলির পর পাটীদারই ছিলেন সেই দৌড়ে। যার ফলে পাটীদারের উপর ভরসা দেখিয়ে জিতেশ বলেন, “অধিনায়ক হিসেবে ভাল পছন্দ পাটীদার। আমি ওর সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। আমি নিশ্চয়ই ওকে মাঠে সিদ্ধান্ত নিতে সাহায্য করব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা