Connect with us

ধোনির প্রশংসায় পঞ্চমুখ রবিচন্দ্রন অশ্বিন। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বর্ডার-গাভাস্কার ট্রফির মাঝখানেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। তার এই অবসরের সিদ্ধান্ত চমকে দিয়েছিল সকলকেই। কিন্তু নিজের শততম টেস্ট খেলে অবসর নিতে চেয়েছিলেন দেশের হয়ে ১০৬টি টেস্ট ম্যাচ খেলা অশ্বিন। ২০২৪ সালের ৭ মার্চ, ধরমশালায় ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট ম্যাচটি খেলার পরই অবসর নিতে চেয়েছিলেন অশ্বিন। সেই টেস্ট ম্যাচটি খেলতে মহেন্দ্র সিং ধোনিকেও আমন্ত্রণ জানিয়েছিলেন টেস্ট ক্রিকেটে ৫৩৭টি উইকেট নেওয়া অশ্বিন।

সম্প্রতি নিজের শততম টেস্ট খেলে অবসরের কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন অশ্বিন। এছাড়াও তিনি চেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তাঁকে একটি স্মারক উপহার দিক। কিন্তু সেটা হয়নি। সেই বিষয়ে অশ্বিন বলেন, “ধরমশালায় আমার শততম টেস্টে এমএস ধোনি আমাকে স্মারক উপহার দিক এমনটা আমি চেয়েছিলাম। সেই কারণে আমি তাঁকে ফোনও করেছিলাম। কিন্তু ধোনি আসতে পারেনি। তবে আমি ভাবিনি যে ধোনি আমাকে আবারও সিএসকে দলে খেলার সুযোগ দিয়ে পালটা উপহার দেবে। এর চেয়ে আর ভাল কিছু হতে পারে না। আমি সিএসকে দলের সদস্য থাকতে পেরে খুবই আনন্দিত”। এদিকে সিএসকে দলে তাঁর প্রথম মরশুমের কথাও মনে করেছেন অশ্বিন। সেই বিষয়ে তিনি বলেন, “২০০৮ সালে আমি সিএসকে ড্রেসিংরুমে বিখ্যাত সব ক্রিকেটারের সঙ্গে দেখা করেছিলাম। যেখানে ছিলেন ম্যাথু হেডেন, এমএস ধোনিও। তখন আমি নতুন। সেই সময় চেন্নাই দলে খেলেন মুথাইয়া মুরলীধরন। আমি ভাবতাম, দলে মুরলী রয়েছেন, সেখানে আমি কোথায় খেলব? কিন্তু ধোনি আমাকে যা দিয়েছে, তার জন্য আমি সারা জীবন তার কাছে ঋণী”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা