Connect with us

হ্যান্ডশেক বিতর্কে মুখ খুললেন বিসিসিআইয়ের এক প্রতিনিধি। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে পরাস্ত করেছে ভারতীয় দল। এছাড়াও গোটা ম্যাচে দাপটের সঙ্গে ক্রিকেট খেলেছেন প্রত্যেকটি ভারতীয় ক্রিকেটার। বিশেষত স্পিনারদের কথা না বললেই নয়। ১২ ওভার বল করে মাত্র ৬০ রান দিয়ে তুলে নিয়েছেন ৫টি উইকেট। তবে টসের পর এবং ম্যাচের শেষে কোনও পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি সার্যকুমার যাদবরা। ম্যাচের শেষে সাংবাদিকদের সামনে এসেও সূর্য জানিয়ে গিয়েছিলেন যে এটা দলের সকলে মিলেই ঠিক করেছিল। পহেলগাও হামলায় নিহত ভারতীয়দের জন্যই তারা এই জয়টা উৎসর্গ করেছিলেন। এবং ভারতীয়দের সেন্টিমেন্ট তাদের কাছে সবার আগে। সেই কারণেই পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত না মিলিয়েই মাঠ ছেড়েছিল ভারত। 

কিন্তু ভারতের এই আচরণে একেবারেই খুশি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি চেয়াম্যান মহসিন নকভি এই বিষয়ে সরকারিভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন, এমনটাই সোনা গিয়েছিল। কিন্তু ম্যাচ শেষে হাত মেলানোটা কোনো আবশ্যিক কাজ নয়। এটা শুধুমাত্র একটা ঐতিহ্য। তাই কোনও দল যদি হাত না মেলায় সেখানে কোনরকমের অভিযোগ করার জায়গা থাকেনা বলেই মনে করছেন বিসিসিআইয়ের একজন প্রতিনিধি। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে হবে, এমনটা কোনো নিয়মে লেখা নেই। এটা দুটি দল ম্যাচের শেষে নিজেদের মধ্যে ভালো সম্পর্ক বানিয়ে রাখার জন্য করে থাকে। এটার জন্য কোনও আইন বিশ্বক্রিকেটে নেই যে হাত মেলাতেই হবে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা