আন্তর্জাতিক ক্রিকেট
অলিম্পিকে অংশগ্রহণ করতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দীর্ঘবছর বাদে আবারও অলিম্পিকে ফিরছে ক্রিকেট। আসন্ন ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিকে থাকবে ক্রিকেট। যেখানে ৬টি পুরুষ এবং ৬টি মহিলা দল নিয়ে, টি-টোয়েন্টি ফরম্যাটে হবে এই প্রতিযোগিতা। তবে সেই প্রতিযোগিতায় খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ দলও। ইতিমধ্যেই আইসিসির কাছে আসন্ন ২০২৮ লস এঞ্জেলেস অলিম্পিকে খেলার জন্য আবেদনও করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। সেখানে তারা বলেছে বাকি দলগুলির মতো যেন ওয়েস্ট ইন্ডিজকেও “সমান একসেস” দেওয়া হয়। সেই বিষয়ে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের চিফ এক্সিকিউটিভ অফিসার ক্রিস দেহরিং জানিয়েছেন, “আমরা শুধু এটাই চাইছি যে আমাদের দেশের ব্যতিক্রমী অলিম্পিক ঐতিহ্যকে নিয়ে ভাবা হোক। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পরিকাঠামো একটু অন্যরকম। আমাদের পুরুষ এবং মহিলা দল ১৫টি পৃথক দেশ এবং অঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করে। সেই প্রতিটি দেশের নিজস্ব নিজস্ব অলিম্পিক পরিচয় রয়েছে। ফলে এই সুযোগকে আমরা হাতছাড়া কোনোভাবেই করতে চাইনা”।