আন্তর্জাতিক ক্রিকেট
ভারত-পাক ম্যাচ শেষে বিস্ফোরক মতব্য সুরেশ রায়নার। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারত পাকিস্তান ম্যাচ শেষ হলেও, শেষ হয়নি জলঘোলা। পাকিস্তানের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হেঁটেছিল ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচ শুরুর আগে, টসের পরেও পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। এমনকি ম্যাচের শেষেও পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গেই হাত না মিলিয়ে সরাসরি ড্রেসিং রুমের দিকে চলে গিয়েছিলেন ভারতীয় ক্রিকেটাররা। খেলার আগেই ভারতীয় দলের তরফ থেকে বোর্ডকে জানিয়ে দেওয়া হয়, পাক ক্রিকেটারদের সঙ্গে কেউ হাত মেলাবেন না। দু’দিন আগে থেকেই সেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে গোটা দল। এখানেই প্রশ্ন উঠেছে যে, তাহলে কি জোর করে পাকিস্তানের বিরুদ্ধে খেলানো হয়েছে ভারতীয় দলকে? সেই বিষয়ে নিজের মন্তব্য দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। তার মতে বোর্ডের নির্দেশে বাধ্য হয়েই খেলতে হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। কিছু মাস আগে বিশ্ব লেজেন্ডস লিগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেননি ভারতীয় লেজেন্ডসরা। সেই দলের সদস্য ছিলেন রায়না। পহেলগাঁও হামলার প্রতিবাদে প্রতিযোগিতার গ্রুপ পর্যায়েও পাকিস্তানের বিরুদ্ধে খেলেনি ভারত। সেই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে সুরেশ রায়না জানিয়েছেন, “ক্রিকেটারদের যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়, আমি হলফ করে বলতে পারি তারা কেউই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে চায় না। এমনকি এশিয়া কাপেও খেলার ইচ্ছে ছিলনা ভারতীয় ক্রিকেটারদের। তবে বিসিসিআই এশিয়া কাপে অংশ নিতে চেয়েছে। তাই বাধ্য হয়ে মাঠে নেমেছে ভারত”।