রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: দলের জন্য ম্যাচ জিততে সিজের সর্বস্ব দিতে কখনও পিছুপা হননি তিনি। তবে প্রস্তুতি ম্যাচ খেলতে একদমই পছন্দ করতেন না বিরাট কোহলি। এই বিষয়ে জানিয়েছেন খোদ ভারতের ভারতের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ। তিনি জানিয়েছেন প্রস্তুতি ম্যাচের থেকে নেটে ব্যাট করতে বেশি পছন্দ করেন বিরাট। একটি সাক্ষাৎকারে প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ বলেছেন, “কোহলি প্রস্তুতি ম্যাচ কখনই খেলতে পছন্দ করতেন না। কোহলির মতে প্রস্তুতি ম্যাচে সেই আগ্রাসনটা থাকে না। তাই প্রস্তুতি ম্যাচ খেলার কোনও অর্থ নেই। তার থেকে নেটে আরও বেশিক্ষণ ব্যাট করতে চাইতো। ১৬ গজ দূর থেকে হয় বোলারদের নয়তো থ্রো-ডাউন নেওয়ার নির্দেশ দিত বিরাট। সব সময় সবচেয়ে কঠিন উইকেট বেছে নিত ব্যাটিং করার জন্য। কোহলি প্রতি মুহূর্তেই চ্যালেঞ্জ নিতে চাইতো এবং সেই কারণেই এত সাফল্য পেয়েছে”।
এছাড়াও কোহলির ক্রিকেটজীবনের বিশেষ মুহূর্ত হিসেবে ২০১৮ সালে মেলবোর্নের বক্সিং ডে টেস্টের কথা বলতে ভোলেননি বোলিং কোচ অরুণ। তিনি বলেছেন, “পার্থে সেইবার অসাধারন সেঞ্চুরি করেছিলেন বিরাট। তবে আমরা পাঁচটা ম্যাচ জিততে পারিনি। তবে মেলবোর্নে টেস্ট ম্যাচটি খেলতে যাওয়ার আগে একেবারেই সাজঘরের মানসিকতা বদলে দিয়েছিলেন কোহলি। সবাইকে বিশ্বাস করতে বাধ্য করেছিল যে আমরা জিততে পারি”। তারপর ভারত সেই টেস্ট ম্যাচটি জেতার পাশাপাশি সিরিজও জয় করেছিল।