রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইপিএল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি। তার আগেই নতুন অধিনায়কের নাম ঘোষণা করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আসন্ন মরশুমে অধিনায়কের দায়িত্ব কাঁধে নিতে চান না বিরাট কোহলি। ফলে নতুন অধিনায়ক খোঁজার কাজে নেমে পড়েছিল আরসিবি টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার সকালে এক সাংবাদিক সম্মেলনে নতুন অধিনায়কের নাম ঘোষণা করলেন তারা। আসন্ন মরসুমের জন্য অধিনায়ক হচ্ছেন রজত পাতিদার।
বিরাট কোহলি ২০২৩ সালে দায়িত্ব ছেড়ে দেওয়ার পর ফাফ ডুপ্লেসিকে অধিনায়ক করা হয়েছিল। তবে এবছর মেগা নিলামের আগেই ডুপ্লেসিকে ছেড়ে দেওয়া হয়। ফলে নতুন অধিনায়কের নাম নিয়ে জল্পনা চলছিলই। হঠাৎ করেই জল্পনা ওঠে কোহলির নাম নিয়ে। শোনা যায়, কোহলি আবার নেতৃত্ব দিতে রাজি হয়েছেন। তবে শেষ পর্যন্ত সেই জল্পনার অবসান হল। নতুন মরশুমে আরসিবির নেতৃত্ব দিতে দেখা যাবে রজত পাতিদারকে।