Connect with us

IPL 2025: অভিষেক শর্মার ঝড়ে বিদ্ধস্ত পঞ্জাব কিংস। গুজরাটকে হারিয়ে পর পর জয় লখনউয়ের। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: শনিবার আইপিএলের ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং গুজরাট টাইটান্স। তবে সেই ম্যাচে জয় পেয়েছে ঋষভ পন্থের লখনউ। গুজরাটকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে তারা। অপরদিকে আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই রানমেশিন দল। একদিকে ছিল পঞ্জাব কিংস এবং আরেকদিকে ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথম ব্যাটিং করে ২০ ওভারে ২৪৫ রানের বিশাল রান তুললেও, ১৮.৩ ওভারে মাত্র ২ উইকেট খুইয়েই সেই রান তুলে ফেলে হায়দ্রাবাদ দল।

চলতি আইপিএলে প্রথম ম্যাচ হারতে হয়েছিল গুজরাটকে। তারপর সেখান থেকে পর পর ম্যাচ জিতে এক সময় পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল শুভমান গিলের দল। এদিকে চলতি আইপিএলে মিচেল মার্শ-এডেন মার্করামদের নিয়ে, দাপটের সঙ্গে ক্রিকেট খেলছে লখনউ সুপার জায়ান্টস। শনিবার ঘরের মাঠে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ। তবে প্রথম ব্যাটিং করে ঝড় তোলেন গুজরাটের দুই ওপেনার সাই সুদর্শন এবং শুভমান গিল। হাফসেঞ্চুরি করেন দুজনেই। কিন্তু অধিনায়ক শুভমান গিল আউট হতেই বড় রানের স্বপ্ন শেষ হল গুজরাটের। ব্যার্থ হন মিডল অর্ডারের ব্যাটাররা। যার ফলে ২০ ওভারের শেষে ১৮০ রানেই থামে গুজরাটের ইনিংস। জবাবে ব্যাট করতে এসে প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করেন এডেন মার্করাম। ৩১ বলে ৫৮ রান করেন তিনি। অপরদিকে চলতি আইপিএলে ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে ব্যর্থতা চলছে ঋষভ পন্থের। এদিনও ১৮ বলে মাত্র ২১ রানই করেন তিনি। দুরন্ত ৬১ রানের ইনিংস খেলেন নিকোলাস পুরান। একসময় যখন লখনউয়ের সহজ জয় মনে হচ্ছিল ঠিক সেই সময় আচমকা রানের গতি কমে যায় এলএসজির। শেষের দিকে ম্যাচ জেতার ক্ষীণ আশা দেখা যাচ্ছিল গুজরাটের। অবশেষে আয়ুশ বাদোনির ২৮ রানের জেরে ম্যাচ জিতে, ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এল লখনউ। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট।

অপরদিকে ডাবল হেডারের আরেক ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে বিধ্বংসী ব্যাটিং করে হায়দ্রাবাদকে জয় এনে দিলেন অভিষেক শর্মা। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট হাতেও দারুন পারফরমেন্স করেন তিনি। মাত্র ৩৬ বলেই খেলেন ৮২ রানের বিধ্বংসী ইনিংস। ওপেনিং করতে এসে ১৩ বলে ৩৬ রানের ঝোড়ো ইনিংস খেলেন প্রিয়াংশ আর্য। শেষের দিকে মার্কাস স্টোইনিসের ৩৪ রানের জেরে ২০ ওভারে ২৪৫ রান তোলে পঞ্জাব। জবাবে ব্যাট করতে এসে নিজেদের চেনা ভঙ্গিতেই ব্যাটিং করতে দেখা যায় হায়দ্রাবাদের দুই ওপেনার ট্রাভিস হেড এবং অভিষেক শর্মাকে। দুজনের বিধ্বংসী ইনিংসের জেরে জয়ের রাস্তা মসৃণ হয় হায়দ্রাবাদের। ৩৭ বলে ৬৬ রান করেন হেড। অপরদিকে ৫৫ বলে ১৪১ রানের ইনিংস খেলে পঞ্জাব বোলারদের একেবারে নাস্তানাবুদ করে তোলেন পঞ্জাব তনয় অভিষেক শর্মা। সেই সুবাদে ১৮.৩ ওভারেই সেই রান তুলে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা