Connect with us

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদুল্লা…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফিতে কার্যত মুখ থুবড়ে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার পরেই অবসর ঘোষণা করেছিলেন মুশফিকুর রহিম। যদিও লাল বলের ক্রিকেটে খেলবেন তিনি। তারপর মাত্র একসপ্তাহের মধ্যেই এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলাদেশের আরও এক তারকা মাহমুদুল্লা রিয়াধ। মূলত চ্যাম্পিয়ন্স ট্রফিতে চূড়ান্ত ব্যর্থ হওয়ার পরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার পরেই বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সিদ্ধান্ত জানিয়েছিলেন মাহমুদুল্লা। এবারে বুধবার নিজের সমাজ মাধ্যমে আবেগঘন বার্তা জানিয়ে তিনি বলেন, “সব কিছু নিখুঁত ভাবে শেষ হয় না। তার পরেও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি…আলহামদুলিল্লাহ”। বিদায়বেলায় বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাবার্তাও পাঠিয়েছেন তিনি। 

২০০৭ সালে প্রথমবার ওয়ানডে ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযান শুরু করেন মাহমুদুল্লা। ঠিক তার ১৭ বছর পর সেই ওয়ানডে ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রাওয়ালপিন্ডিতে ম্যাচ হেরেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নেয় বাংলাদেশ। অপরদিকে টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদুল্লা। ১৮ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে মোট ৫০টি টেস্ট ম্যাচ খেলেছেন মাহমুদুল্লা। টি-টোয়েন্টিও খেলেছেন ১৪১টি।  ২৩৯টি ওয়ানডে ম্যাচ খেলে এবারে সেই ফরম্যাটকেও বিদায় জানালেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা