আন্তর্জাতিক ক্রিকেট
ICC CHAMPIONS TROPHY 2025: পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিতর্কে ব্যাখ্যা দিতে নারাজ আইসিসি। জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়নি পাকিস্তানের কোনও প্রতিনিধিকে। কিন্তু কেন সেই অনুষ্ঠানে ডাকা হয়নি তাদের, সেই বিষয়ে সরাসরি আইসিসির কাছে ব্যাখ্যা চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে ধাক্কা খেয়েছে পিসিবি। এদিকে পিসিবির সভাপতি মহসিন নকভি না থাকলেও রবিবার দুবাইয়ে হাজির ছিলেন তাদের সিইও সুমের আহমেদ। তবুও কেন তাঁকে মঞ্চে ডাকা হয়নি, সেই নিয়ে ব্যাখ্যা চেয়েছিল পিসিবি। কিন্তু আইসিসির তরফে সরাসরি জানানো হয়েছে আলাদা করে কোনও ব্যাখ্যা দেওয়া হবে না।
পাকিস্তানকে নিয়ম সম্পর্কে ওয়াকিবহাল করছেন আইসিসির এক সূত্র। সেই সূত্র মারফত বলা হয়েছে, “পাকিস্তান ক্রিকেট বোর্ড যদি ঠিক করে দেখেন তাহলে খেয়াল করবেন আইসিসির সিও জিওফ আলারডাইসও মঞ্চে উপস্থিত ছিলেন না। এটাই আসল নিয়ম”। তিনি আরও বলেছেন যে, “ভাল করে দেখুন, কোনও টুর্নামেন্টের প্রধান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকেন কিনা। সেক্ষেত্রে সুমের আহমেদ পিসিবির একজন কর্মচারী মাত্র। কোনও আধিকারিকও নন। এছাড়াও একসময় এশিয়া কাপের ডিরেক্টর ছিলেন গৌরব সাক্সেনা। কিন্তু তিনি কি ওই ফাইনালের পর মঞ্চে ছিলেন?”। এদিকে ফাইনালের যাবতীয় পুরস্কার ক্রিকেটারদের হাতে তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনি। অপরদিকে আয়োজক হয়েও পাকিস্তানের তরফে উপস্থিত ছিলেন না কেউই।