Connect with us

IND vs ENG 3rd ODI: ‘বিরাট’ হাতছানি কোহলির সামনে

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে ভারত। এই ম্যাচে জিতলে ইংল্যান্ডকে ৩-০ ফলাফলে সিরিজে হারাতে পারবে রোহিত শর্মারা। তবে তার থেকেও বেশি অপেক্ষা এখন বিরাট কোহলির ফর্মে ফেরার। বেশ অনেকটা সময় ধরেই বিরাটের ব্যাট কথা বলেনি। এখন দেখার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চেনা ছন্দে দেখা যায় কি না ভারতের সবথেকে প্রিয় ব্যাটিং তারকাকে।

সিরিজের প্রথম দুটো ম্যাচেই জিতেছে ভারত। কিন্তু নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে ম্যাচ জেতা টিম ইন্ডিয়ার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কেন? কারণ এই সেই জায়গা যেখানে রয়েছে হারের স্মৃতি। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপ ফাইনাল আজও কোটি কোটি ভারতীয়দের মতই তাড়া করে বেড়ায় রোহিত শর্মাদের। আর তাই যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে সেই একই স্টেডিয়ামে বিরাট কোহলির ব্যাটে ভর করে ম্যাচ জেতে ভারত, তাহলে হয়তো অনেকটাই মলম লাগানো যাবে সেই দগদগে ঘায়ে।

প্রসঙ্গত আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে করাচিতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। তবে এবার এই প্রতিযোগিতা খেলা হবে হাইব্রিড মডেলে। অংশগ্রহণকারী মোট আটটি দলের মধ্যে প্রতিযোগিতা শুরুর দ্বিতীয় দিনে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত দুবাইয়ে। ইতিমধ্যেই দ্বিতীয় একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মার দুরন্ত সেঞ্চুরি অনেকটাই আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। দীর্ঘ সময় ক্রিজে না থাকলেও একেবারেই যে ছন্দের ধারে কাছে নেই বিরাট, তেমনটাও বলা চলে না। আর এবার তার সামনে রয়েছে এক অনন্য সুযোগও। মাত্র ৮৯ রান করতে পারলেই ১৪,০০০ গানের গণ্ডি ছুঁয়ে ফেলবেন ভারতের রানমেশিন। আর তার সাথে সাথে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে এই মাইলস্টোন ছুঁয়ে ফেলা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে জায়গা করে নেবেন বিরাট। অন্যদিকে চোট সারিয়ে মহম্মদ শামির দলে প্রত্যাবর্তন এবং বরুণ চক্রবর্তীর দলে আসা অনেকটাই জোরালো করেছে ভারতের স্পিন অ্যাটাককে। ‌ যদিও জসপ্রীত বুমরাহর চোট অনেকটাই চিন্তায় রেখেছে ভারতীয় শিবিরকে, তবুও নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি প্রায় শেষ রোহিত শর্মাদের। এখন দেখার ভারত তৃতীয় ম্যাচে জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শুরু করে কি না!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা