রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য পহেলগাঁওয়ের জঙ্গিহানার কারণে দেশে যেই সাম্প্রতিক যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রেখেছে বিসিসিআই। কিন্তু এখানে প্রশ্ন হল, তারপরেও কি আইপিএল শুরু করা যাবে? যদি ভারতে সেটা না করা যায়, তাহলে ভারতের বাইরে কোনো ভেন্যু বেছে নিতে হবে বিসিসিআইকে। এবারে যা খবর যদি বাইরের কোনো ভেন্যুতে আইপিএল করতে হয়, সেক্ষেত্রে সেই প্রস্তাব সবার প্রথম গ্রহণ করবে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড। সেই বিষয়ে ইংল্যান্ড ক্রিকেট বর্ডার চিফ রিচার্ড গৌল্ড বলেছেন, “সম্ভব হলে বিসিসিআইকে সাহায্য করবো”। এছাড়াও ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভনও নিজের সমাজমাধ্যনে লিখেছেন, “আইপিএলের বাকি ম্যাচগুলি কি ইংল্যান্ডে করা যায়? আমাদের কাছে পর্যাপ্ত ভেন্যু রয়েছে। এছাড়াও সামনেই টেস্ট সিরিজও রয়েছে। প্রতিযোগিতা শেষে তার জন্য থাকতেও পারবে”। অপরদিকে পিএসএল আয়োজনের জন্য দরজা বন্ধ করেছে আরব আমিরশাহী।
আগামী জুন মাসে আইপিএলের শেষ ম্যাচগুলি করা সম্ভব নয়। কারণ পাঁচ টেস্টের সিরিজ খেলতে ইংল্যান্ড সফরে যাবে ভারত। তবে আগস্ট মাসে বাংলাদেশ সফর বাতিল করে বাকি আইপিএলের ম্যাচগুলো আয়োজন করার একটা সম্ভাবনা থাকলেও সেই সময় ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের টুর্নামেন্ট “দ্য হান্ড্রেড” শুরু হবে, যা চলবে ৫ অগাস্ট থেকে ৩১ অগাস্ট পর্যন্ত। শুধু তাই নয়, সেপ্টেম্বর মাসে চলবে এশিয়া কাপ। উনিশ দিন ধরে আয়োজিত হওয়া এই প্রতিযোগিতায় দুটি ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। যেখান থেকে সম্প্রচারকারী সংস্থারা বিশাল অঙ্কের মুনাফা পেতে পারতেন। তবে সীমান্তের উত্তেজনার কারণে যদি এশিয়া কাপে ভারত খেলতে না চায় এবং যদি এই প্রতিযোগিতা বাতিল করে দিতে হয়, তাহলে ক্ষতির দায়ভার পুরোটাই এসে পড়বে পাক বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভির উপর। কারণ এই মুহূর্তে এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধান তিনি।