রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচে, ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে, সিরিজে সমতায় ফিরেছে ভারত। সেই ইনিংসে বাংলার জোরে বোলার আকাশ দীপের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট পেয়েছেন তিনি। তবে তারই মাঝে দ্বিতীয় ইনিংসে জো রুটকে আউট করার বলটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। অনেকের মতেই আকাশের সেই বলটি নো বল হয়েছিল কিন্তু আম্পায়ার সেটা দেননি। তবে আদৌ সেটা নো বল হয়েছিল কিনা, সেটা নিয়ে এবারে মুখ খুলেছে ক্রিকেটের নিয়ম তৈরি করা সংস্থা এমসিসি। তাদের একজন জানিয়েছেন, “আকাশ দীপের বলে, জো রুটের আউট নিয়ে অনেক প্রশ্নচিহ্ন উঠেছে। অনেক বিশেষজ্ঞরাই সিটিকে নো বল বলে মনে করছেন। আকাশ দীপের পা ক্রিজের বাইরের দিকে একটু অন্যভাবে পড়েছে এবং তাঁর পিছনের পা দেখে মনে হচ্ছে রির্টার্ন ক্রিজের বাইরে পড়েছে। তৃতীয় আম্পায়ার সিটিকে নো বল দেননি। এই সিদ্ধান্তটি সঠিক সিদ্ধান্ত এবং তাতে এমসিসি খুশি”।