রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: পঞ্জাব কিংসের ঘরের মাঠে ফের পর্যদুস্ত চেন্নাই সুপার কিংস। এই নিয়ে টানা চার ম্যাচে পরাজিত মহেন্দ্র সিং ধোনির দল। ধারাবাহিকতার অভাবই ভোগাচ্ছে হলুদ শিবিরকে। এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং করে ২১৯ রান তোলে পঞ্জাব। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০১ রানেই শেষ হয় চেন্নাইয়ের ইনিংস। ১৮ রানে জয় পায় পঞ্জাব কিংস। এদিন শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে থাকেন প্রিয়াংশ আর্য। একাই ৪২ বলে ১০৩ রান করেন তিনি। বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল চেন্নাই। রাচিন রবীন্দ্র (৩৬) এবং কনওয়ের (৬৯) রানের জুটি চেন্নাইকে অনেকটা এগিয়ে দেয়। ৪২ রান করেন শিবম দুবে। ২৭ রান করেন ধোনি। শেষ পর্যন্ত লড়াই করেও হার চেন্নাইয়ের।