রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরের মাঠে পরপর দুটি ম্যাচে জয় পেয়ে, রঞ্জি ট্রফির শুরুটা দারুন করেছিল বাংলা। কিন্তু তৃতীয় ম্যাচে ত্রিপুরার বিরুদ্ধে আশানুরূপ ফল হয়নি অভিষেক পোড়েলদের। ম্যাচটি শেষ হয়েছে অমীমাংসিত ফলাফলে। আগামী শনিবার রঞ্জি ট্রফির চতুর্থ পর্বের ম্যাচে বাংলার প্রতিপক্ষ শক্তিশালী রেলওয়েজ। সেই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে বাংলা।
রাইজিং স্টার এশিয়া কাপের দলে সুযোগ পাওয়ায়, এই মুহূর্তে ভারতের শিবিরে যোগ দিয়েছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ইস্বরন।তার জায়গায় গত ত্রিপুরা ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছিলেন অভিষেক পোড়েল। অন্যদিকে গত ম্যাচে উইকেটহীন ছিলেন বাংলার পেসার মহম্মদ শামি। ফলে তার জায়গায় হয়ত দলে জায়গা পেতে পারেন সুরজ সিন্ধু জয়সওয়াল। অন্যদিকে রেলওয়েজের দলে রয়েছেন অভিজ্ঞ স্পিনার কর্ন শর্মা। ফলে জোরে বোলারদের পাশাপাশি রেলওয়েজের স্পিনারদের বিরুদ্ধেও সজাগ থাকতে হবে বাংলার ব্যাটসম্যানদের। এদিকে বাংলার দলকে যথেষ্ট সমীহ করেছেন রেলওয়েজের কোচ সন্তোষ সাক্সেনা। তিনি বলেন, “বাংলা দলে অনেক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন। তাদের বোলিং বিভাগও এই পিচে যথেষ্ট কার্যকরী হবে। তবে সৌভাগ্যবশত, আমাদের দলে কোনও চোট সমস্যা নেই। আমরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত”।
