রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। কোন কোন মাঠে ম্যাচ খেলা হবে সেই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। আর এরই মাঝে বিশ্বকাপ ফাইনালের জন্য উঠে আসছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম। দু’বছর আগে ২০২৩ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল এই স্টেডিয়ামেই। সবকিছু পরিকল্পনা মাফিক থাকলে ফের সেই পথেই হাঁটছে ক্রিকেট দুনিয়া।
সূত্রের খবর বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসেছেন বোর্ড কর্তারা। এখনো পর্যন্ত কিছুই নির্দিষ্ট না হলেও জানা গেছে গতবারের বিশ্বকাপের তুলনায় কম সংখ্যক স্টেডিয়ামেই ম্যাচ হতে চলেছে। আহমেদাবাদ দিল্লী কলকাতা চেন্নাই এবং মুম্বাই রয়েছে নজরে। অন্যদিকে লখনউ বা বেঙ্গালুরুতে কোন ম্যাচ আয়োজিত হবে কি না সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাও এবারের বিশ্বকাপের আয়োজক। যদিও শ্রীলঙ্কার কোথায় কোথায় ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ব্যাপারে এখনো কিছুই স্পষ্ট নয়। অন্যদিকে মহিলা বিশ্বকাপের ম্যাচ যে মাঠগুলিতে আয়োজিত হয়েছিল সেখানে পুরুষ বিশ্বকাপ আয়োজিত হবে না একথা আগেই জানানো হয়েছিল ফলে নবী মুম্বাই, গুয়াহাটি বিশাখাপত্তনম বা ইন্দোরে কোন ম্যাচ অনুষ্ঠিত হবে না।
বোর্ডের তরফে জানানো হয়েছে যদি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছতে পারে শ্রীলঙ্কা, তাহলে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোয়। অন্যদিকে পারস্পরিক সম্পর্কের জটিলতার কারণে ভারত এবং পাকিস্তানের আইসিসি ম্যাচগুলি অনুষ্ঠিত হবে কোন নিরপেক্ষ ভ্যেনুতে একথা আগেই ঠিক হয়েছিল। এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানা না গেলেও আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি পাকিস্তানের ম্যাচগুলির জন্য বেছে নেওয়া হবে নির্দিষ্ট স্টেডিয়াম। এখন দেখার বোর্ডের পক্ষ থেকে কত তাড়াতাড়ি এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসে।
