Connect with us

ENG vs IND: দ্বিতীয় টেস্টে বিরল নজির ভারতের। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজবাস্টনে, তেন্ডুলকর-অ্যান্ডারসন ট্রফির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের মাটিতে নজির গড়ল টিম ইন্ডিয়া। প্রথমবার একটি টেস্টে ১ হাজারেরও বেশি রান তুলল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৫৮৭ রান করেছিল ভারত। একাই ২৬৯ রান করেছিলেন অধিনায়ক শুভমন গিল। এছাড়াও রান পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা (৮৯) এবং যশস্বী জয়সওয়ালও (৮৭)। দ্বিতীয় ইনিংসেও সমানভাবে দাপট দেখিয়েছেন ভারতীয় ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসেও শতরান করেছেন গিল। এছাড়াও ঋষভ পন্থ (৬৫), কেএল রাহুল (৫৫) এবং রবীন্দ্র জাদেজার (৬৯*) রানের সুবাদে দ্বিতীয় ইনিংসেও ভারত তোলে ৪২৭ রান। সবমিলিয়ে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হাজার রানের গণ্ডি পেরোলো ভারত। দুই ইনিংস মিলিয়ে ভারতের রান ১০১৪। এর আগে, অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের সর্বোচ্চ রান ছিল ৯১৬। এছাড়াও এই এজবাস্টনে কোনোদিন টেস্ট ম্যাচে জয়ের মুখ দেখেনি ভারত। তবে চতুর্থ দিনের শেষে, সেই অসাধ্য সাধনেরও দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে শুভমন গিলের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা