Connect with us

বিরাট-রোহিত প্রসঙ্গে চাঁচাছোলা গম্ভীর। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সম্প্রতি ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে হাজারও প্রশ্ন উঠছে। আইপিএলে রোহিত শর্মা রানের দেখা পেলেও, ভারতীয় দলের জার্সি গায়ে রানের খরা চলছে তাঁর। ফলে ভারত অধিনায়কের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে, লাল বলের ক্রিকেটে অফ ফর্ম থাকলেও, সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে এখনও প্রমাণ করে চলেছেন বিরাট কোহলি। মঙ্গলবার এক সাক্ষাৎকারে ভারতের দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ প্রসঙ্গে চাঁচাছোলা জবাব দিলেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের কোচ বলেন, “বিরাট, রোহিত যতদিন দলের হয়ে পারফর্ম করছে ততদিন ওদের দলে রাখা উচিৎ। কারণ অভিজ্ঞতার একটা দাম আছে। শুধু তাই নয়, একজন ক্রিকেটার কবে অবসর নেবেন, তা ঠিক করে দেওয়ার জন্য কোচ কেউ নন।”

আইপিএল শেষ হলেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় দল। সেখানে কী দলে জায়গা পাবেন রোহিত-বিরাটরা। কঠিন প্রশ্নের সহজ উত্তর দিলেন কোচ গৌতম গম্ভীর। তিনি বলেন, “দল নির্বাচন করা আমার কাজ নয়। ওটা নির্বাচকদের কাজ। আমার দায়িত্ব দলের সেরা ১১ জন ক্রিকেটারকে বেছে নেওয়া। বয়স কোনও বড় কথা নয়, পারফর্ম করতে পারলে দলে সুযোগ পাবেই।” অন্যদিকে, পহেলগাঁও জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্কের আরও অবনতি ঘটেছে। দীর্ঘদিন ধরেই আইসিসির প্রতিযোগিতা ছাড়া পাকিস্তানে খেলতে যায় না ভারত। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে গম্ভীর বললেন, “আমার ব্যক্তিগত মতামত জানতে চাইলে, আমি বলব পাকিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিৎ। শুধু ক্রিকেট নয়, খেলাধুলা, বিনোদন, শিল্প সব ক্ষেত্রেই পাকিস্তানকে বয়কট করা উচিৎ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা