Connect with us

IPL 2025: অবসর নিচ্ছেন ধোনি? খেলে ফেলেছেন শেষ ম্যাচ? বিস্তারিত জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলে জঘন্য ব্যাটিংয়ের কারণে একাধিকবার সমালোচনার মুখে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্রায় টেস্ট ম্যাচের মেজাজে রান করতে দেখা যায় তাঁকে। প্রথম থেকেই তাঁর ব্যাটিং নিয়ে বেশ বিরক্ত ছিলেন ফ্যানেরা। এবার গোটা সোশ্যাল মিডিয়ার জুড়ে শুরু হয়েছে তাঁর অবসরের জল্পনা। অনেকেই মনে করছেন হয়তো এই আইপিএল চলাকালীনই অবসর ঘোষণা করতে পারেন তিনি। তবে এবার সেই প্রসঙ্গে সরাসরি মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি নিজেই।

একটি বিশেষ সাক্ষাৎকারে জানান এখনই এরকম কোন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন না তিনি। বলেন, “এখন আমার বয়স ৪৩। এই আইপিএল শেষ হলে জুলাইতে আমার বয়স হবে ৪৪। আমি বছরে এই একটাই প্রতিযোগিতায় আপাতত অংশগ্রহণ করি। সেক্ষেত্রে আমার হাতে দশ মাস সময় থাকবে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আগামী দিন আমি কী করব। তবে সত্যি বলতে এটা আমার সিদ্ধান্ত নয় পুরো সিদ্ধান্তটাই নেবে আমার শরীর। আদৌ আমি খেলতে পারব কিনা সেটা শরীরের উপর ছেড়ে দিতে হবে।”

এই কথা থেকে এটা স্পষ্ট যে এই মরসুমে আইপিএল থেকে সরে দাঁড়ানোর কথা ভাবছেন না ধোনি। প্রসঙ্গত এবারের আইপিএল শুরুতেই নিজের ফিটনেস এবং উইকেট কিপিং দক্ষতায় নেটিজেনদের মন জয় করেছিলেন তিনি। আর বুদ্ধিতে যে তাঁর জুড়ি মেলা ভার সে কথা তো বারবার প্রমাণ দিয়েই এসেছেন। তবে সমস্যা হচ্ছে একটাই জায়গায়, সেটা ব্যাটিং। যদিও এখনও পর্যন্ত খেলার চারটি ম্যাচে মাত্র একটিতেই আউট হয়েছেন ধোনি, তবে কোন ম্যাচেই সেরকমভাবে ছাপ ফেলতে পারেনি তাঁর ব্যাট। স্বাভাবিকভাবেই গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে বিরক্তি এবং হতাশার সুর ছড়িয়ে পড়েছে তাকে নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা