আন্তর্জাতিক ক্রিকেট
ENG vs IND: দুরন্ত বোলিং, এগবাস্টনে নতুন ইতিহাস গড়লেন সিরাজ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে দুরন্ত ফর্মে রয়েছে ভারত। ব্যাটে বলে, দুই ক্ষেত্রেই একরকম কোণঠাসা হয়ে পড়ছে ইংল্যান্ড। একদিকে যেমন অধিনায়ক শুভমন গিলের দ্বিশত রান প্রথম ইনিংসেই ভারতকে দিয়েছে আত্মবিশ্বাস, অন্যদিকে তেমনি বোলারদের দুরন্ত পারফরম্যান্স জোগাচ্ছে ভরসা। তবে এগবস্টন টেস্টে শুধুমাত্র দারুন পারফরমেন্সই নয়, রীতিমত ঐতিহাসিক রেকর্ড গড়লেন ভারতীয় বোলার মোহাম্মদ সিরাজ। নাম লেখালেন কপিল দেবের সাথে।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে বল হাতে ঝলসে ওঠেন সিরাজ। মাত্র ৭০ রান দিয়ে তুলে নেন ছটি উইকেট। আর তার পাশাপাশি ভারতীয় বোলারদের মধ্যে লাগাতার পাঁচ উইকেট তুলে নেওয়া চতুর্থ বোলার হিসেবে ইতিহাসে জায়গা পান তিনি। তবে শুধু তাই নয়। ১৯৮৬ সালে এগবাস্টনে মাত্র ৫৮ রান দিয়ে ছয়টি উইকেট তুলে নিয়েছিলেন প্রাক্তন ভারতীয় বোলার চেতন শর্মা। আর তারপরেই সেই পথে হেঁটেছেন সিরাজ। এদিন সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি এখনো বিশ্বাস করতে পারছি না কারণ এটা আমার কাছে একটা স্বপ্নের মত। আমি এর আগেও ভালো বল করেছি। লাগাতার চার উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে আমার। তবে এবারেরটা আরো বেশি স্পেশাল।”
প্রসঙ্গত তৃতীয় দিনের শুরুতেই ইংল্যান্ডের ব্যাটিং ধসিয়ে দিতে চেয়েছিলেন সিরাজ। তার দুরন্ত বোলিং এর কারনে ৮৪ রানেই পাঁচ উইকেট হারিয়ে ইংল্যান্ড তখন দিশেহারা। যদিও তারপর হ্যারি ব্রুক এবং জেমি স্মিথের দুরন্ত পার্টনারশিপের আবার ম্যাচে ফেরে ইংল্যান্ড। অন্যদিকে যশোপ্রিত বুমরাহর অনুপস্থিতি যতটা চাপে ফেলবে ভারতকে মনে করা হয়েছিল তার সিকিভাগও দেখা যায়নি দলের পারফরমেন্সে। সিরাজ আকাশদীপের দুরন্ত বোলিং পার্টনারশিপে অনেকটাই চাপমুক্ত ভারত।