Connect with us

ENG vs IND: “আমাদের মূল মন্ত্রই শৃঙ্খলা” : আকাশ দীপ

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রায় ১৬ মাস আগে অভিষেক ঘটেছিল তার। কিন্তু জাতীয় দলের হয়ে মাত্র ৮ নম্বর টেস্ট খেললেন এগবাস্টনে। এখনো পর্যন্ত জাতীয় দলে ব্যাকআপ সিমার হয়ে খেললেও ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে তার অনবদ্য পারফরমেন্স হয়তো পাকাপাকি জায়গা এনে দিতে পারে ২৮ বছরের তরুণ আকাশ দীপকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৮৮ রান দিয়ে তুলে নিয়েছেন চারটি উইকেট। তবে কেন এখনো দলে তার জায়গা পাকা হয়নি এই প্রশ্ন করা হলে সাংবাদিক সাক্ষাতকারে আকাশ দীপ বলেন, “আমি বিষয়টা এভাবে ভাবতে চাই না। আমার দলের যখনই আমাকে প্রয়োজন হবে আমি তৈরি থাকতে চাই। আর ধারাবাহিকতার কথাই যদি বলেন তাহলে আমি প্রত্যেকটা ম্যাচের জন্যই নিজেকে তৈরি রাখতে চাই।” তবে এদিন শুধুমাত্র আকাশদীপ নয়, জ্বলে উঠেছিলেন ভারতের আরও এক বোলার মহম্মদ সিরাজ। সতীর্থের প্রশংসা করে আকাশদীপ জানান, “এটা আমাদের প্ল্যান ছিল। নতুন বলে শুরু করার সময় আমরা দুজনে এমনভাবে অ্যাটাক করছিলাম যাতে কোনভাবেই ইংল্যান্ড রান বের করতে না পারে। আমি পুরোপুরি তৈরি ছিলাম উইকেটের জন্য। আমাদের দলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা। আর তাই বোলারদের জন্য কাজটাও অনেক বেশি সহজ হয়েছে। আমাদের শুধু শৃঙ্খলাটুকু ধরে রাখার দিকে নজর দিতে হয়েছে।”

প্রসঙ্গত এদিন ইংল্যান্ডকে একপ্রকার কোনঠাসা করে দেয় ভারত। তবে দলের এই দৃঢ় ও মানসিকতা এবং অনবদ্য পারফর্মেন্স এর জন্য কোচ গৌতম গম্ভীরের যে বড় অবদান রয়েছে তাও জানিয়েছেন আকাশ দীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা