রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মুম্বই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে চলতি আইপিএলে দ্বিতীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টস। তবে এলএসজি জিতলেও, ঋষভ পন্থের ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে টিম ম্যানেজমেন্টের কাছে। আইপিএল শুরুর আগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পন্থকে দলে নিয়েছিল লখনউ। কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ তিনি। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই। শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন লখনউয়ের দুই ওপেনার। ৩১ বলে ৬০ রান করেন মিচেল মার্শ। ৫৩ রান করেন মার্করাম। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে লখনউ সুপার জায়ান্টস।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাকফুটে চলে যায় মুম্বই ইন্ডিয়ান্স। একমাত্র বড় রান করেন নমন ধীর (৪৬) এবং সূর্যকুমার যাদব (৬৭)। তিলক বর্মাকে সঙ্গে নিয়ে লড়াই করেন হার্দিক পান্ডিয়া। ২৫ রান করে রিটায়ার্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিলক। ২৮ রানে অপরাজিত থাকেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে মাত্র ১৯১ রান তোলে মুম্বই। চলতি আইপিএলে এই নিয়ে দ্বিতীয় জয় পেল লখনউ সুপার জায়ান্টস।