রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ভারতের মহিলা দল তখন লড়াই চালাচ্ছে মাঠে। আর নীরবে তাদের লড়াইয়ে শামিল হলেন গ্যালারিতে বসে থাকা ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা।
সস্ত্রীক মহিলা দলের ম্যাচ দেখতে এদিন মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উপস্থিত হন হিটম্যান। ক্যামেরায় বারবার ধরা পড়ছিলেন তিনি। কখনো জয় শাহর পাশে তো কখনো প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ভিভিএস লক্ষণের পাশে বসে দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন রোহিত। ম্যাচ যখন কঠিন মোড় নিয়েছে তার মুখেও দেখা গেছে উত্তেজনার চিহ্ন। আর সবশেষে যখন হরমনপ্রীতের ক্যাচে ভারত ম্যাচ জিতল, তখন আকাশের দিকে তাকিয়ে আনন্দে ফেটে পড়লেন গ্যালারিতে বসে থাকা ভারতের প্রাক্তন অধিনায়কও। হাততালি দিয়ে মহিলা দলকে অভিবাদনও জানান তিনি। আরেকদিকে মাঠে উপস্থিত থাকতে না পারলেও মহিলা দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি ভারতের বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। নিজের সোশ্যাল মিডিয়ায় ভারতীয় মহিলা দলের ছবি দিয়ে কোহলি লেখেন, “পরের প্রজন্মকে তোমরাই পথ দেখাবে। নির্ভীক ক্রিকেট খেলে আজ গোটা দেশকে গর্বিত করার জন্য ভালবাসা তোমাদের প্রাপ্য। এই মুহূর্তটা শুধুই তোমাদের। তোমরা আজ অসাধারণ খেলেছো, এবার উপভোগ করো। জয় হিন্দ!”
প্রসঙ্গত অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়ের মুহূর্ত উপভোগ করেছেন কোহলি নিজেও। তবে একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ হাতছাড়া করেছেন রোহিত শর্মা। নিঃসন্দেহে এদিন হরমনপ্রীতদের এই জয় তাকেও অনেকটা আনন্দিত করেছে তা বলাই বাহুল্য।
