রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: এজেবাস্টনে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই দ্বিশতরান করেছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। সেই সুবাদেই একটা বড় রানের লক্ষ্যমাত্রা স্থির করেছে ভারত। একাই শুভমন গিল খেলেছেন ২৬৯ রানের ইনিংস। পাশাপাশি ভেঙেছেন সুনীল গাভাস্কার, শচীন তেণ্ডুলকর এবং বিরাট কোহলির মতো সেরা ব্যাটারদের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড। পাশাপাশি এজবাস্টনে কোহলির একার ১৪৯ রানের রেকর্ডকেও পেছনে ফেললেন গিল। শেষের দিক ওয়াশিংটন সুন্দরও খেললেন ৪২ রানের ইনিংস। যেই সুবাদে ভারত শেষ করে ৫৮৭ রানে।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩ রানের মাথায় পরপর দুই উইকেট খুঁইয়ে চাপে পড়ে ইংল্যান্ড। বাংলার বোলার আকাশদিপের শিকার হন বেন ডাকেট (০) এবং ওলি পোপ (০)। কিছুক্ষণ পরেই মহম্মদ সিরাজের বলে আউট হন জ্যাক ক্রলি (১৯)। তবে ইতিমধ্যে ক্রিজে টিকে রয়েছেন জো রুট (অপরাজিত ১৮) ও হ্যারি ব্রুকের (অপরাজিত ৩০)। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৭৭/৩।