রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গুজরাট টাইটানসের বিরুদ্ধে ঘরের মাঠে ৮ উইকেটে ম্যাচ হারতে হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। ফলে জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন ভঙ্গ হয়েছে বিরাটদের। তারই মাঝে আরসিবি শিবিরে চিন্তার মেঘ। গুজরাটের ইনিংসের ১২তম ওভারে একটি চার বাঁচাতে গিয়ে ডিপ মিড উইকেটে ডাইভ দেন বিরাট কোহলি। ঠিক তখনই আঙুলে চোট পান বিরাট। সঙ্গেসঙ্গেই তাঁর শুশ্রূষা করতে মাঠে ছুটে আসেন ফিজিওরা। মূলত মাঠে নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে দেখা যায় তাঁকে। তবে ঘরের মাঠে গুজরাটের বিরুদ্ধে তার আঙুলে চোট পাওয়াটা চিন্তায় রাখবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে।
ম্যাচের পর বিরাটের ছোট সম্পর্কে অ্যান্ডি ফ্লাওয়ার বলেন, “বিরাটকে দেখে সুস্থ মনে হচ্ছে। ও ঠিক আছে”। ফলে আগামী ৭ এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামতে কোনও অসুবিধা হবেনা বিরাট কোহলির।