রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ৫ ম্যাচের টেস্ট সিরিজের মাত্র তিনটিতেই খেলতে পারবেন ভারতের নির্ভরযোগ্য জোরে বোলার জসপ্রিত বুমরাহ। তবে তার জায়গায় অনুমান করা হয়েছিল হয়ত দলে জায়গা পেতে পারেন স্পিনার কুলদীপ যাদব। এমনকি ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে এসে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে জানিয়ে গিয়েছিলেন যে দুইজন স্পিনারকে খেলানো হবে দ্বিতীয় টেস্টে। কিন্তু দ্বিতীয় টেস্টের দলে দুজন স্পিনার থাকলেও, সেই দলে জায়গা পাননি কুলদীপ। তার জায়গায় দলে এসেছেন ওয়াশিংটন সুন্দর। তবে কুলদীপ কেনো দলে জায়গা পাননি সেই ব্যাখ্যাও দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক শুভমন গিল। তিনি বলেছেন, “আমরা চেয়েছিলাম, ব্যাটিংয়ে কিছুটা গভীরতা আনতে। যেই কারণেই ওর জায়গায় ওয়াশিংটনকে দলে নেওয়া। তবে ওকে খেলালে বিষয়টা আকর্ষণীয় হত”।
অপরদিকে কুলদীপের মত একজন অভিজ্ঞ স্পিনারকে সুযোগ না দেওয়ায় বেজায় অখুশি সুনীল গাভাস্কার। তিনি বলেছেন, “কুলদীপকে দলে না নেওয়ায় আমি অবাক হলাম। এই ধরনের পিচে বল ঘুরবে। এদিকে ওয়াশিংটন বা নীতীশ রেড্ডি ৮ নম্বরে ব্যাট করতে এসেই ব্যাটিংকে ঠিক করে দিতে পারবেন না। গত টেস্টে ৮৩০ রান করেছে ভারত। ফলে ব্যাটিংয়ের থেকে বেশি বোলিং বিভাগকে শক্ত করাটা দরকার”।