রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার মধ্যরাতে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের জঙ্গিঘাঁটিতে “অপারেশন সিঁদুর” চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই হামলার পর কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী দেশজুড়ে মোট ২৭টি বিমানবন্দর বন্ধ রাখার নির্দেশিকা জারি করা হয়েছে। এবারে এই যুদ্ধের প্রভাব পড়ল আইপিএলেও। সেই ২৭টি বিমানবন্দরের মধ্যে পড়ছে ধরমশালা বিমানবন্দরও। আগামী ১১ মে, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ধরমশালাতেই ম্যাচ রয়েছে ঘরের দল পঞ্জাব কিংসের। তবে যুদ্ধকালীন পরিস্থিতির কারণে বদলে গেল ম্যাচের ভেন্যু। খবর অনুযায়ী সেই ম্যাচটি আয়োজিত হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে। আগামী শনিবার সকাল পর্যন্ত ধরমশালা বিমানবন্দর বন্ধ থাকায় আগাম সতর্কতা মেনেই ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছেন খোদ গুজরাত ক্রিকেট অ্য়াসোসিয়েশনের সচিব অনিল প্যাটেল।
বৃহস্পতিবার এই ধরমশালাতেই আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটাল্স। যেহেতু বুধবারের আগেই দুই দলের খেলোয়াড়রা ধরমশালা পৌঁছে গিয়েছিলেন, সেই কারণে সূচি মেনেই হচ্ছে এই ম্যাচ। তবে ম্যাচ শেষে সড়কপথে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে পঞ্জাব কিংস। সেখান থেকে আমেদাবাদের বিমান ধরবে তাঁরা। এদিকে প্লে-অফের দৌড়ে দারুনভাবে রয়েছে শ্রেয়াস আইয়াররা। ইতিমধ্যেই ১১টি ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছেন তারা। ফলে বৃহস্পতিবার ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে জয় পেলে প্লে-অফ কার্যত নিশ্চিত হবে পঞ্জাবের।