রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সদ্য পহেলগাঁওয়ের জঙ্গিহানার কারণে দ্বিপাক্ষিক সম্পর্কের অনেকটাই অবনতি হয়েছে ভারত এবং পাকিস্তানের। দুই দেশের মধ্যের প্রায় সমস্ত ধরনের যোগাযোগই কার্যত বন্ধ হতে চলেছে। যেখানে অন্যতম প্রধান হলো ক্রিকেট। ইতিমধ্যেই পাকিস্তান ও পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জায়গায় আক্রমণ চালিয়েছে ভারতীয় সেনা। যদিও এই আক্রমণের আগেই প্রতিবেশী দেশ পাকিস্তানকে পুরোপুরি বয়কট করার কথা বলছেন ভারতীয় ক্রিকেট টিমের কোচ গৌতম গম্ভীর।
পহেলগাঁওয়ে হামলায় প্রয়াতদের প্রতি শোকজ্ঞাপন করার পাশাপাশি দোষীদের শাস্তির দাবি নিজের সমাজ মাধ্যমে সরব করেছিলেন গৌতম গম্ভীর। এবারে একটি সাক্ষাৎকারে পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছেন তিনি। গম্ভীর বলেন, “আমার মতে পাকিস্তানের সঙ্গে কোনও সম্পর্ক রাখার প্রয়োজন নেই। যতদিন না ওরা সন্ত্রাসবাদ বন্ধ করছে, ততদিন দুই দেশের মধ্যে সবকিছুই বন্ধ থাকুক। ক্রিকেট, বলিউড বা অন্য কোনও কিছুই ভারতীয় সেনা বা সাধারণ মানুষের প্রাণের থেকে গুরুত্বপূর্ণ নয়, সেই কথা আমি এর আগেও বলেছি। ম্যাচ পরেও হতে পারে, সিনেমা পরেও তৈরি করা যেতে পারে। কিন্তু প্রিয়জনকে হারানোর কোনও ক্ষতিপূরণ হয় না”। যদিও ভারত পাকিস্তানের সম্পর্ক নিয়ে সিদ্ধান্তের বিষয়টি সরকারের উপরেই ছাড়ছেন গৌতম গম্ভীর। সেই বিষয়ে তিনি বলেন, “আমরা খেলব কি খেলব না, সেই সিদ্ধান্ত নেবে সরকার। সেটা আমার ঠিক করার কথা না। সেটা করতে পারে বিসিসিআই এবং সরকার। তাই তারাই ঠিক করুক আমরা খেলব কি না। তবে সিদ্ধান্ত জেতায় নেওয়া হোক না কেনো, সেখানে যেন কোনওরকম রাজনীতি না হয়”।