রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন মরশুমের জন্য ঘর গোছাতে আসরে নেমে পড়েছে মোহনবাগান। চলতি মরশুমে আইএসএল লিগ শিল্ড এবং ট্রফি জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড। চ্যাম্পিয়ন দলে খুব একটা বদল আসার কথা নয়। তবুও শোনা যাচ্ছিল গ্রেগ স্টুয়ার্টকে ছেড়ে দিতে চলেছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। এই স্কটিশ মিডিওর পরিবর্তে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রবসন রোবিনহোকে দলে নিতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। বর্তমানে ব্রাজিলের ফুটবল ক্লাব আগুয়া সান্টার হয়ে খেলছেন তিনি। সূত্র মারফত খবর, রবসনের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়ে গিয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা।
চলতি মরশুমের মাঝের দিকে ইস্টবেঙ্গলের সঙ্গে কথাবার্তা অনেকটাই এগিয়েছিল রবসনের। কিন্তু শেষ পর্যন্ত ব্রাজিলের এক ক্লাবে যোগ দেন তিনি। এর আগে মোহনবাগানও রবসনকে দলে নিতে ঝাঁপিয়েছিল। কিন্তু তখন বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংসে খেলছিলেন তিনি। তাই কথাবার্তা বেশিদূর এগোয়নি। ফ্লুমিনেন্স থেকে বাংলাদেশের ক্লাব বসুন্ধরায় এসেছিলেন রবসন। এবার কী ভারতে খেলতে দেখা যাবে নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলারকে। মনে করা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে রবসনের মোহনবাগান জার্সি গায়ে চাপানো, শুধুই সময়ের অপেক্ষা।