রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইপিএলটা একেবারেই ভালো যাচ্ছে না ঋষভ পন্থের জন্য। বিরাট অঙ্কের টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস থেকে লখনউ সুপার জায়ান্টসে যোগ দিয়েছিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। কিন্তু লখনউয়ের হয়ে এখনও নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। ব্যাটে রান নেই। অধিনায়কত্ব ঠিক মত করতে পারছেন না। লিগ টেবিলের ৬ নম্বরে রয়েছে তাঁর দল। ফলে সব চাপ এসে পড়ছে অধিনায়কের উপর।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে হারের পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। শুধু হারের ধাক্কাই নয়, এবার অধিনায়কসহ গোটা দলকেই শাস্তির মুখে পড়তে হচ্ছে। মুম্বইয়ের বিরুদ্ধে দলের মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছেন অধিনায়ক পন্থ। এর আগেও মুম্বইয়ের বিরুদ্ধেই মন্থর বোলিংয়ের জন্য শাস্তি পেয়েছিলেন তিনি। এবার ২৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ঋষভ পন্থকে।
পন্থ ছাড়া লখনউয়ের প্রথম একাদশের বাকি ক্রিকেটারেরাও শাস্তি পেয়েছেন। তালিকায় ইমপ্যাক্ট প্লেয়ারও রয়েছেন। পন্থ বাদে বাকি ১১ জন ক্রিকেটারের ম্যাচ ফি-র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে। দ্বিতীয়বার কোনও দল মন্থর বোলিংয়ে শাস্তি পেলে, একা অধিনায়ক নয় গোটা দলকেই জরিমানা করা হয়। তাই এই ক্ষেত্রে অধিনায়ক ঋষভ পন্থ সহ লখনউ সুপার জায়ান্টসের গোটা দলকেই শাস্তির মুখে পড়তে হল।