সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি। রুদ্ধশ্বাস সেই ম্যাচের প্রথমার্ধের ফলাফল ছিল ০-০। অবশেষে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে খালিদ জামিলের দল। জামশেদপুরের হয়ে টাইব্রেকারে গোল পেয়েছেন সিভেরিও তোরো, জাভি হার্নান্দেজ, রেই তাচিকাওয়া, আশুতোষ মেহতা এবং লাজার সিরকোভিচ। নর্থইস্টের হয়ে গোল করেন বেমামার, আলাদিন, নেস্টর এবং থোই সিং। আগামী ৩০ এপ্রিল সেমিফাইনাল ম্যাচে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে খেলতে নামবে খালিদ জামিলের দল।
প্রথম থেকেই উভয় কোচের মধ্যেই কৌশলগত লড়াই চলেছিল। তবে সতর্ক ছিলেন দুই কোচই। কারণ দুই দলেই আক্রমণাত্মক ফুটবলার ছিলেন। যেমন নর্থইস্ট দলে ছিলেন আলাদিন আজারাই, নেস্টর আলবিয়াক এবং গুইলারমো ফার্নান্দেজ। অপরদিকে জামশেদপুরের দলে ছিলেন জাভিয়ের হার্নান্দেজ, জাভিয়ের সিভেরিও এবং জর্ডান মারের মতো আক্রমণাত্মক ফুটবলার। তবুও প্রথমার্ধে অনেক কম গোলের সুযোগ তৈরি করেছিল দুই দল। অপরদিকে নর্থইস্ট ইউনাইটেডের কাছে গোলের সুযোগ এসেছিল ম্যাচের ১৫ মিনিটের মাথায়। ৩২ গজ দূর থেকে দুর্দান্ত একটি ফ্রি-কিক নেন আলাদিন, তবে সেই শট রুখে দেন জামশেদপুর গোলরক্ষক আলবিনো গোমেজ। তার পরেও বারংবার আক্রমনে উঠে আসে দুই দল তবে গোল তুলে নিতে ব্যর্থ হয় তারা। ফলে প্রথমার্ধে ০-০ ব্যবধানেই সাজঘরে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ কিছু গোলের সুযোগ নষ্ট করে দুই দলই। ম্যাচের ৬০ মিনিটে জিথিন এমএসের বাড়ানো ক্রস থেকে পা ছোঁয়াতে ব্যর্থ হন নর্থইস্টের ফুটবলাররা। ৬৪ মিনিটে একটি গোলমুখী শট নেন জাভিয়ের সিভেরিও তোরো। ৭৩ মিনিটে একটি সহজ হেডার গোলরক্ষকের হাতে মেরে বসেন জামশেদপুর অ্যাটাকার জর্ডান মারে। ৮৯ মিনিটে ফ্রিকিক পায় নর্থইস্ট। সেখান থেকে ভাসানো বলে মাথা ছোঁয়াতে ব্যর্থ হন নর্থইস্ট ফুটবলার আলাদিন আজারাই। সংযুক্তি সময়ে আক্রমণে উঠে আসে নর্থইস্ট। তবে গোল তুলে আনতে ব্যর্থ হয় দুই দলই। অবশেষে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জয় পেয়ে সেমিফাইনালে প্রবেশ করে জামশেদপুর এফসি।