সায়ন দে, ভুবনেশ্বর: সুপার কাপের ম্যাচে ঘটলো এক বড় অঘটন। কিছুদিন আগেই আইএসএলের কাপ রানার্স আপ হয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি। শুধু তাই নয়, গোটা প্রতিযোগিতায় আলাদাই ছন্দে দেখা গিয়েছিল আলবার্তো নোগুয়েরা, রায়ান উইলিয়ামসদের। কিন্তু সুপার কাপের ম্যাচে ইন্টার কাশীর বিরুদ্ধে টাই ব্রেকারে ৫-৩ ব্যবধানে হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিতে হল বেঙ্গালুরু এফসিকে। যদিও এই প্রতিযোগিতার অন্যতম ফেভারিট দল ছিল এই বেঙ্গালুরুই। প্রথমে রায়ান উইলিয়ামসের গোলে এগিয়ে গেলেও ম্যাচের একদম শেষ মুহূর্তে ফলাফল ১-১ করেন মাতিজা বাবোভিজ। ম্যাচের সেরা ফুটবলার ঘোষিত হন ইন্টার কাশীর নিকোলা।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজেই দেখা যায় বেঙ্গালুরু দলকে। তবে খেলার বিপরীতে গিয়ে ম্যাচের ১৫ মিনিটে প্রথম গোলের সুযোগ তৈরি করে ইন্টার কাশী। তবে গোল তুলে নিতে ব্যর্থ হয় তারা। ম্যাচের ২২ মিনিটে আক্রমণে ওঠে বেঙ্গালুরু। রায়ান উইলিয়ামসের বাড়ানো বল থেকে গোল তুলে নিতে ব্যর্থ হন এডগার মেন্দেজ। প্রথমার্ধে বেশ কিছুবার ইন্টার কাশীকে নিশ্চিত গোল হজম করা থেকে রক্ষা করেন তাদের রক্ষণভাগের ফুটবলাররা। ফলে প্রথমার্ধে ০-০ ফলাফলে সাজঘরে ফেরে দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ৬২ মিনিটে প্রথম গোল পেয়ে যায় বেঙ্গালুরু। মাঝমাঠ থেকে আলবার্তো নগুয়েরার লম্বা বাড়ানো বল থেকে গোল তুলে নেন রায়ান উইলিয়ামস। ম্যাচের একদম শেষ মুহূর্তে গিয়ে দলকে সমতায় ফেরান মাতিজা বাবোভিজ। অরিত্র দাসের বাড়ানো বল থেকে গোল করে যান তিনি। তারপর খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে ইন্টার কাশীর গোলরক্ষক শুভম দাসের করা সেভে ম্যাচ জিতে নেয় ইন্টার কাশী। আলবার্তো নগুয়েরার শট সেভ করেন তিনি। ফলে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে প্রবেশ করে তারা।