রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ পেতে চলেছে ভারতের জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি। তবে এই চুক্তিতে খুব বেশি পরিমাণে চমক না থাকলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যার মধ্যে অন্যতম হল বেশ কিছু ভারতীয় ক্রিকেটার যারা অতীতেও ভালো পারফর্ম করেছেন, সমস্ত শর্ত পালন না করতে পারলেও তাদেরকে এই চুক্তির আওতায় আনা হতে পারে।
এই তালিকার মধ্যে সর্বপ্রথম যার নাম উঠে আসছে তিনি হলেন যথাক্রমে পাঞ্জাব এবং হায়দ্রাবাদ সানরাইজার্সের হয়ে খেলা অভিষেক শর্মা। বাঁ হাতি এই ব্যাটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনে গ্রেড ‘সি’তে নথিভুক্ত করা হতে পারে যার ফলে বছরে এক কোটি অংকের অর্থ ধার্য হবে তার ক্ষেত্রে। বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি অনুসারে গ্রেড ‘সি’ তে নথিভুক্ত হওয়ার প্রধান শর্ত হল নির্দিষ্ট সময়সীমার মধ্যে সেই ক্রিকেটারকে অন্তত তিনটি টেস্ট, আটটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। এই চুক্তি অনুসারে অভিষেক শর্মা ছাড়াও সুযোগ থাকছে নীতিশ রেড্ডি এবং হর্ষিত রানার সামনেও। অন্যদিকে আরো যে দুটো নাম সামনে আসছে সেগুলো হল বরুণ চক্রবর্তী এবং শ্রেয়াস আইয়ার। পাশাপাশি রোহিত শর্মা বিরাট কোহলি যশপ্রীত বুমরাহ এবং রবীন্দ্র জাদেজা থাকছেন এ প্লাস ক্যাটাগরিতে। কয়েক দিনের মধ্যেই এই চুক্তি প্রকাশ্যে আনার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।