রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি মরশুম আইপিএলের লিগ টেবিলের প্রথম স্থানে রয়েছে শুভমান গিলের গুজরাত টাইটানস। শনিবার আইপিএলের ডাবল হেডারে শক্তিশালী লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। কিন্তু সেই ম্যাচে নামার আগে বড় ধাক্কা গুজরাত শিবিরে। গত রবিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময়ে চোট পেয়েছিলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস। এবারে সেই চোটের কারণে গোটা আইপিএল মরশুম দিয়েই ছিটকে গেলেন এই কিউয়ি তারকা অলরাউন্ডার।
মহম্মদ সিরাজের পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন ফিলিপস। ঈশান কিষানের একটি শট রুখতে গিয়েই চোট পেয়েছিলেন তিনি। তারপর মাঠেই ফিজিওরা এসে তার শুশ্রুষা শুরু করেন। তারপর সতীর্থদের কাধে ভর দিয়ে মাঠ ছাড়েন তিনি। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই নিউজিল্যান্ড ফিরে গিয়েছেন ফিলিপস। অপরদিকে চলতি আইপিএলে গুজরাতের জার্সি গায়ে একটি ম্যাচেও খেলেননি গ্লেন ফিলিপস। তবে তার এই চোট পেয়ে মরশুম থেকে ছিটকে যাওয়ায় চিন্তায় থাকবে গুজরাত শিবির।