Connect with us

ISL 2024/25: মোহনবাগানকে যথেষ্ট সমীহ করলেও নিজের দলের প্রতি আস্থা রাখছেন খালিদ জামিল। জানতে পড়ুন… 

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলতে, বৃহস্পতিবার ঘরের মাঠে শক্তিশালী মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামবে খালিদ জামিলের জামশেদপুর এফসি। তার আগে নক আউট পর্যায়ে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে জাভি হার্নান্দেজরা। অপরদিকে চলতি মরশুম দারুন ছন্দে রয়েছে জোসে মোলিনার মোহনবাগান দল। আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে তারা। শুধু তাই নয়, গোটা মরশুম দারুন ফুটবল খেলেছেন বাগান দলের সকল ফুটবলাররা। ফলে সেমিফাইনাল ম্যাচে মোহনবাগানকে যথেষ্ট সমীহ করছেন খালিদ জামিল। শুধু তাই নয়, সেমিফাইনাল ম্যাচটি যে বাকি ম্যাচের থেকে আলাদা, সেই বিষয়টিকেও স্বীকার করেছেন খালিদ। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে এসে খালিদ জামিল বলেন, “বাকি ম্যাচগুলির থেকে এই ম্যাচটি সম্পূর্ণ ভিন্ন। এটা হোম-অ্যাওয়ে ভিত্তিতে ম্যাচ। ফলে দুটি ম্যাচের ছকও আলাদা হবে। আমরা একটা খুবই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে নামবো। কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমরা ঘরের মাঠে সমর্থকদের সামনে খেলছি। তাই এই ম্যাচে আমাদের যতটা সম্ভব ভালো ফল করার দিকেই এগোতে হবে। সেকেন্ড লেগের ম্যাচের আগে নিজেদের সুবিধেজনক জায়গায় নিয়ে যেতে হবে। মোহনবাগান খুবই শক্তিশালী দল। তাদের যথেষ্ট শ্রদ্ধা করি। তবে আমাদের প্রতিটা মুহূর্তে লড়াই করতে হবে”।

মোহনবাগান দল সম্পর্কে খালিদ জামিল বলেন, “মোহনবাগান দল খুবই শক্তিশালী এবং তাদের দলে যথেষ্ট বড় মাপের ফুটবলাররা রয়েছেন। তাদের সেই এক্সপেরিয়েন্সটাই মোহনবাগানকে আরও সুবিধে দিয়েছে। আমার দলের ফুটবলারদের সেই বিষয়টা মাথায় রাখতে হবে। তবে আমার মনে হয় মোহনবাগানও আমাদের ফুটবলারদের নিয়ে ভাববে। এই পর্যায়ের ম্যাচে ভালোভাবে প্রস্তুতি নেওয়াটা আবশ্যিক। তাই নিজেদের সচেতন থেকে এই ম্যাচটা খেলতে হবে আমাদের”। অপরদিকে জামশেদপুরকে সেমিফাইনালে নিয়ে আসতে পেরে খুবই খুশি খালিদ জামিল। তিনি বলেন, “ক্লাবের জন্য এটা খুবই আনন্দের একটা মুহূর্ত। প্রতিটা ফুটবলার যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং সমর্থকেরাও যথেষ্ট পরিমাণে আমাদের সমর্থন করেছে। দলের অন্দরমহলের পরিবেশটাও এই মুহূর্তে খুব ভাল জায়গায় রয়েছে। ম্যানেজমেন্টও আমাদের অনেক সাহায্য করেছে। এবারে কঠোর পরিশ্রম করে একটা দল হিসেবে পারফর্ম করাটাই কাজ আমাদের”।

বাগান কোচ জোসে মোলিনা জানিয়েছেন ঘরের মাঠে জামশেদপুর খেললেও, যথেষ্ট চাপে থাকবে তারা। সেই বিষয়ে খালিদ জামিল বলেছেন, “তিনি একদম সঠিক কথা বলেছেন। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ খেলা মানেই, একটা বড় চাহিদা থাকে সমর্থকদের। তবে চাপটা ফুটবলের একটা অঙ্গ। আমাদের সেই জিনিসটা মাথায় রেখেই নিজেদের উজ্জীবিত করে, ভাল পারফর্ম করার জন্য ফুটবলটা খেলতে হবে”। এদিকে গত মরশুম মোহনবাগান যেই আক্রমণাত্মক ফুটবলটা খেলেছে, সেই কারণে মোহনবাগানকে ফেভারিট হিসেবে মনে করছে অনেকেই। তবে সেই বিষয়টিকে মানতে নারাজ খালিদ জামিল। তিনি বলেন, “ফুটবলে কেউ ফেভারিট হয়না। বিশেষত সেমিফাইনালের মতো পর্যায়ে এসে। অবশ্যই তারা যথেষ্ট ভালো দল এবং তারা এই মরশুম অনেক সাফল্য পেয়েছে। কিন্তু আমরাও যথেষ্ট শক্তিশালী দল। দিনের শেষে মাঠে কোন দল ভালো খেলছে সেটার উপরেই খেলার রেজাল্ট নির্ভর করে। তাই এই ম্যাচে কোন দল ফেভারিট নয়”। ঘরের মাঠে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচটি খেলার বিষয়ে নিজের মানসিকতা জানিয়েছেন কোচ খালিদ জামিল। তিনি বলেন, “আমাদের পরিকল্পনা থাকবে ঘরের মাঠে নিজেদের পরিকল্পনা অনুযায়ী ফুটবলটা খেলা। তার জন্য প্রতিটা ফুটবলারকে দায়িত্ব নিয়ে ফুটবল খেলতে হবে। ম্যাচের ফল কি হবে সেটা আমার জানা নেই। তবে আমরা ভাল ফলের জন্য লড়াই করব”। 

এছাড়াও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের গুরুত্বপূর্ণ ফুটবলার মহম্মদ সানান। চলতি মরশুমে জামশেদপুর জার্সি গায়ে দারুন ফুটবল খেলেছেন তিনি। পাশাপাশি সেমিফাইনালে প্রবেশ করেছে তার দল। সেই বিষয়ে সানান বলেন, “চলতি মরশুমে আমাদের দল অনেক চড়াই, উতরাই পর করেছে। কিন্তু আমরা অনুশীলনে নিজেদের কঠোর পরিশ্রম চালিয়ে গেছি। নিজেদের আরও উন্নতি করার জন্য আমরা পরিশ্রম করেছি। আমার সতীর্থরাও অনেক সমর্থন করেছে আমায়, ফলে আমরা সকলেই দলের সঙ্গে একটা ভাল বন্ডিং তৈরি করেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের লক্ষ্য সেমিফাইনালে ভাল ফল করা। এটা অনেক বড় ম্যাচ। তবে আমরা তৈরি আমাদের সমর্থকদের জন্য, দলের জন্য একটা ভাল ফল করতে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা