রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে অদ্ভুত পদক্ষেপ নিয়ে ফের একবার শিরোনামে উঠে এলেন যশস্বী জয়সওয়াল। সকলকে চমকে দিয়ে নিজের নাম সরিয়ে নিলেন মুম্বই দল থেকে। ২০২৫-২৬ মরশুমে নাম লেখালেন গোয়ায়।
সূত্রের খবর জয়সওয়াল যে নিজের নাম সরিয়ে নেবেন দল থেকে তা আগে থেকে জানত না মুম্বই কর্তৃপক্ষ। তাই যখন লিখিতভাবে মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ভারতের এই ক্রিকেটার, তখন বেশ কিছুটা অবাক হয়েছিল মুম্বই কর্তৃপক্ষ। যদিও তাদের তরফ থেকে কোনরকম বাধা সৃষ্টি করা হয়নি বরং নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব। অন্যদিকে গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব শম্ভু দেশাই জানান, দলে জয়সওয়ালের মত ক্রিকেটারকে পেয়ে তিনি অত্যন্ত খুশি। এই প্রসঙ্গে দেশাই বলেন, “আমরা গোয়ার জন্য একটা শক্তিশালী দল গড়ে তুলছি। আমাদের লক্ষ্য সেখানে তরুণ ট্যালেন্টদের জায়গা দেওয়া। আমরা আমাদের দলের জন্য সেরাটাই চেয়েছি আর তাই সম্প্রতি জয়সওয়ালের সাথে যোগাযোগ করি।”
প্রসঙ্গত, বর্তমানে ২৩ বছরের এই ভারতীয় ক্রিকেটার অনূর্ধ্ব-১৯ যাত্রা শুরু করেছিলেন মুম্বইয়ের হয়ে। ২০১৯ সালে মুম্বইয়ের হয়ে অভিষেক ঘটে তাঁর। এরপর থেকে একাধিকবার দলের হয়ে দারুণ পারফর্ম করতে দেখা গেছে তাকে। ২০২৪-২৫ মরশুমের রঞ্জি ট্রফিতে শেষবার মুম্বইয়ের হয়ে মাঠে নেমেছিলেন জয়সওয়াল। তাঁর প্রতিপক্ষ ছিল জম্মু-কাশ্মীর। কিন্তু দুটি ইনিংসেই ভাল ফল করতে পারেননি তিনি। মাত্র ৪ এবং ২৬ রানে শেষ হয় তাঁর ইনিংস। যদিও ফেব্রুয়ারি মাসে বিদর্ভর বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে মাঠে নামার কথা ছিল তাঁর, কিন্তু গোড়ালির চোটের কারণে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়াতে হয় তাঁকে। তবে অনেকেই মনে করছেন অর্জুন টেন্ডুলকারের পথেই হাঁটছেন যশস্বী জয়সওয়াল, কারণ তিনিও মুম্বইয়ের হয়ে খেলতে শুরু করে পরবর্তীতে যোগ দিয়েছিলেন গোয়ার দলে।