Connect with us

উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের দোরগোড়ায় আর্জেন্টিনা

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষ স্থান মজবুত করল আর্জেন্টিনা। চোটের জন্য আগেই ছিটকে গিয়েছিলেন লিওনেল মেসি। দলে ছিলেন না দিবালা, লাওতারো মার্টিনেজ। তবুও উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ জিতেই মাঠ ছাড়ল লিওনেল স্কালোনির দল।মেসি, দিবালাদের অনুপস্থিতিতে গোল করে দলকে মূল্যবান জয় এনে দিলেন থিয়াগো আলমাদা।

প্রথমার্ধে দর্শনীয় ফুটবল খেলতে পারেনি কোনও দলই।ঘরের মাঠে খাতায় কলমে এগিয়ে ছিল উরুগুয়ে। তবে দুই দলই মাঝমাঠে অগোছালো ফুটবল খেলে। দ্বিতীয়ার্ধে কিছুটা গুছিয়ে ওঠার চেষ্টা করে স্কালোনির ছেলেরা। অবশেষে ৬৮ মিনিটে আলমাদার গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। বক্সের বাইরে থেকে ডান পায়ে দূরপাল্লার জোরালো শট জালে জড়িয়ে দেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহুর্তে লাল কার্ড দেখেন নিকো গঞ্জালেস। এই জয়ের পর ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানেই রইলো আর্জেন্টিনা। বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে প্রয়োজন মাত্র আর এক পয়েন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা