রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে মালদ্বীপের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামবে ভারতীয় দল। তার পরেই রয়েছে ২০২৭ এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু তার আগেই দুশ্চিন্তা ভারতীয় শিবিরে। চোটের কারণে আগেই দল থেকে ছিটকে গিয়েছিলেন লালিয়ানজুয়ালা ছাঙ্গতে। এবারে চোটের কারণে জাতীয় দলের স্কোয়াড থেকে বাদ পড়লেন আরও এক তারকা উইঙ্গার মনবীর সিং। সূত্র মারফত খবর জিম করার সময় কোমরে হালকা চোট পেয়েছেন মনবীর। মূলত জিমে যেই ওজন মনবীর তোলেন, তার থেকে বেশি ওজন দিয়ে অনুশীলন করতে গিয়েই চোট পেয়েছেন তিনি। চোটের পর সঙ্গে সঙ্গেই সেই চোটের জায়গায় এমআরআই করানো হয়। তবে চোট খুব বেশি গুরুতর না হলেও ঝুঁকি নিতে চাইছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। মনে করা হচ্ছে, কলকাতায় গিয়ে মোহনবাগান দলের সঙ্গেই রিহ্যাব করবেন মনবীর। সামনেই রয়েছে আইএসএলের নকআউট পর্যায়ের ম্যাচ। সেই ম্যাচে খেলতে নামার আগে নিজেকে পুরোপুরি সুস্থ করে তুলে সবুজ-মেরুন জার্সি গায়ে মাঠে নামতে মুখিয়ে থাকবেন মনবীর সিং। এর আগে যদিও চোট সরিয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে।
অপরদিকে জাতীয় দলের শিবিরে গিয়ে ফুটবলারদের চোট পেয়ে ফিরে আসা নতুন কিছু নয় ভারতীয় ফুটবল সার্কিটে। এর আগেও মোহনবাগানের ফুটবলার আশিক কুরুনিয়ান বাগান জার্সিতে সম্পূর্ণ সুস্থ অবস্থায় জাতীয় দলের ম্যাচ খেলতে গিয়ে সেখানেই এসিএল চোট পেয়েছিলেন। সেই একই ঘটনার আবারও পুনরাবৃত্তি ঘটল। চোটের তালিকায় নাম জুড়লো মনবীর সিংহেরও। আইএসএলের এক সাংবাদিক সম্মেলনে বাগান কোচ হোসে মোলিনা এই বিষয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “লিগ পর্যায়ের শেষ ম্যাচের পর আমার দলের অধিকাংশ ফুটবলাররা জাতীয় শিবিরে গিয়েছেন। এর আগেও আমার দলের ফুটবলাররা জাতীয় শিবিরে গিয়ে চোট নিয়ে ফিরেছে। তাই আশা করব মানোলোর তত্ত্বাবধানে আমার দলের কোনো ফুটবলার যেন চোট পেয়ে না আসে এবং আইএসএল প্লেঅফে আমাদের যেন কোনো অসুবিধে না হয়”। পাশাপাশি মোহনবাগানের তরফে জানানো হয়েছে যে কোনরকম চোট নিয়ে জাতীয় দলের শিবিরে জাননি মনবীর সিং। ফলে এই বিষয়ে খুবই ক্ষুব্ধ বাগান ম্যানেজমেন্ট তা বলাই যায়।