Connect with us

IPL 2025: আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে অভিনব পরিকল্পনার পথে বোর্ড। জানতে পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: মানুষ এতদিন আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান এবং সমাপ্তি অনুষ্ঠান দেখেছে। কিন্তু সমস্ত বিনোদনী অনুষ্ঠানের খবর কেউ আজও দেখেনি। বিগত সতেরো বছরের আইপিএল ইতিহাসে যা কখনও ঘটেনি, অষ্টাদশ সংস্করণে সেটা হচ্ছে। ভারতবর্ষের তেরোটা মাঠ জুড়ে হবে আইপিএলের অষ্টাদশ সংস্করণ। বোর্ড সূত্রের খবর, সেই তেরোটি মাঠেই তেরোখানা “উদ্বোধনী” অনুষ্ঠান করার কথা ভাবা হচ্ছে। কিন্তু এই সংস্করণের সরকারি উদ্বোধনী অনুষ্ঠানটি হচ্ছে আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে।

আইপিএলে দশটা টিম খেলতে নামলেও, তিনটে ফ্র্যাঞ্চাইজি যথাক্রমে রাজস্থান রয়‍্যালস, পঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস দুটো করে মাঠকে “হোম গ্রাউন্ড” বানিয়ে খেলছে বলে খেলা হবে তেরোটা মাঠে। জয়পুরের স্টেডিয়াম ছাড়াও রাজস্থান রয়্যালস এবারে তাদের কয়েকটা ম্যাচ খেলবে গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে। অরুণ জেটলি স্টেডিয়াম ছাড়াও দিল্লি ক্যাপিটালস নিজেদের কিছু ম্যাচ খেলছে বিশাখাপত্তনমে। আবার পাঞ্জাব কিংস খেলবে মূলনপুর এবং হিমাচলপ্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে। সোমবার ওয়াকিবহাল মহলের কেউ কেউ বলছিলেন, প্রত্যেকটা মাঠে এবারের আইপিএলের একটি করে বিনোদনী অনুষ্ঠান আয়োজনের ভাবনাচিন্তা চলছে। এই অনুষ্ঠানটি হবে দেশের প্রতিটা আইপিএল কেন্দ্রের প্রথম ম্যাচে। খবর অনুযায়ী সরকারি উদ্বোধন বাদে, ইনিংস বিরতির সময় বাকি অনুষ্ঠানগুলি করার ভাবনাচিন্তা চলছে। কোথাও হয়ত মহাতারকা গায়ক যাবেন আবার কোথাও বলিউড অভিনেতা, অভিনেত্রীরা। শোনা যাচ্ছে, কোনও কেন্দ্রেই দুই থেকে তিনজনের বেশি তারকাকে নিয়ে যাওয়া হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা