রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বুধবার অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছল রিয়াল মাদ্রিদ। প্রিকোয়ার্টার ফাইনালের প্রথম পর্যায়ে ২-১ গোলে জিতেছিল রিয়াল। কিন্তু এদিন অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের ঘরের মাঠে নির্ধারিত সময়ে রিয়ালকে ১-০ গোলে হারিয়ে দেয়। প্রথম মিনিটেই অ্যাটলেটিকোর হয়ে গোলটি করেন কোনর ক্যালাঘার। বাকি ম্যাচে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের ফলাফল গিয়ে দাড়ায় ২-২। যার ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ২-৪ ব্যবধানে জয়লাভ করে রিয়াল মাদ্রিদ। অপরদিকে ম্যাচটি রিয়াল মাদ্রিদ জিতলেও অ্যাটলেটিকো মাদ্রিদের ফুটবলার আলভারেজের গোল বাতিল করা নিয়ে চলেছে বিতর্ক। পেনাল্টি শট বাতিল করায় রেফারির উপর ক্ষোভ উগরে দিয়েছেন অ্যাটলেটিকো কোচ দিয়াগো সিমিওনে।
শট নেওয়ার সময় পিছলে গিয়েছিলেন আর্জেন্টিনার ফুটবলার জুলিয়েন আলভারেজ। কিন্তু মাটিতে পড়তে পড়তেও ডান পায়ের শটে গোল করেন তিনি। কিন্তু সেই গোলটি বাতিল করে দেন রেফারি। তার যুক্তি অনুযায়ী আলভারেজের বাঁ পা আগে বলের সঙ্গে লেগেছিল। যার ফলে ডবল টাচের জন্য বাতিল করা হয়েছে গোলটি। যদিও অ্যাটলেটিকো কোচ এবং স্টেডিয়ামে উপস্থিত সকলের দাবি সেই বলে দুবার টাচ হয়নি আলভারেজের। তবুও রেফারির সিদ্ধান্ত বদল হয়নি। অপরদিকে এই ম্যাচটি জিতে কোয়ার্টারফাইনালে প্রবেশ করেছে রিয়াল মাদ্রিদ। শেষ আটে তাঁদের প্রতিপক্ষ আর্সেনাল। ৮ এপ্রিল হবে সেই ম্যাচটি। এছাড়াও বুধবারের পর কোয়ার্টার ফাইনালের আট দলই চূড়ান্ত হয়ে গিয়েছে। বরুসিয়া ডর্টমুন্ড এবং অ্যাস্টন ভিলাও পৌঁছেছে শেষ আটে। ৮ এপ্রিল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে ইন্টার মিলান। অপরদিকে ৯ এপ্রিল অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে পিএসজি এবং বার্সেলোনার মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ড। ১৫ এবং ১৬ এপ্রিল আয়োজিত হবে কোয়ার্টারফাইনালের দ্বিতীয় পর্বের ম্যাচগুলি।