রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত নয় মাসে দুটি আইসিসি প্রতিযোগিতা খেলেছে ভারত। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আরেকটি চ্যাম্পিয়ন্স ট্রফি। দুটো টুর্নামেন্টেই চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে দেশে ফেরার পর গোটা দলকে নিয়ে যেই বাধনছাড়া উচ্ছ্বাস দেখা গিয়েছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পর সেই উচ্ছ্বাস দেখা গেলনা। সোমবার রাতেই সপরিবারে মুম্বই বিমানবন্দরে পা রেখেছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। যদিও তিনি বিমানবন্দরে নামার পর উৎসাহ দেখা গিয়েছিল তার অনুরাগীদের মধ্যে। অপরদিকে চ্যাম্পিয়ন হওয়ার দিনই গভীর রাতে দুবাই ছেড়ে বেরিয়ে গিয়েছেন বিরাট কোহলি। মঙ্গলবার দেশে ফেরেন শুভমান গিল। দিল্লী পৌঁছেছেন কোচ গৌতম গম্ভীর এবং তরুণ পেসার হর্ষিত রানাও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বার্বেডোজ থেকে বিশেষ ফ্লাইটে করে দেশে উড়িয়ে আনা হয়েছিল গোটা ভারতীয় দলকে। তারপর দেশে ফিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছিলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। গোটা দলকে সংবর্ধনাও দেওয়া হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর নীরবেই দেশে প্রত্যাবর্তন ঘটলো ক্রিকেটারদের। অপরদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হতেই আইপিএলের পারদ চড়তে শুরু করেছে। আগামী ২২ মার্চ থেকে শুরু হয়ে যাচ্ছে আইপিএল। ইডেনে প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আইপিএলের প্রস্তুতি সারতে ইতিমধ্যেই সমস্ত ফ্র্যাঞ্চাইজির শিবির পুরোদমে শুরু হয়ে গিয়েছে। বুধবার থেকে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের তত্ত্বাবধানে অনুশীলন শুরু করবে কেকেআর। ইতিমধ্যেই কলকাতায় এসে হাজির হয়েছেন কেকেআরের অধিনায়ক থেকে শুরু করে বেশ কিছু তারকা ক্রিকেটাররা। ১৭ মার্চ শহরে আসছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানা। অপরদিকে পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারেননি দক্ষিণ আফ্রিকান পেসার আনরিখ নখিয়া। কিন্তু কেকেআর শিবির থেকে জানানো হয়েছে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে দেশে ফেরা সকল ক্রিকেটারদের এক সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে তাঁরা যে যার আইপিএল শিবিরে যোগ দেবেন।