রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর ঠিক আগে ঘোর দুঃসংবাদ ভারতীয় শিবিরে। ব্যক্তিগত কারণে দল ছেড়ে দেশে ফিরে গেলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মর্কেল। প্রাক্তন প্রোটিয়া তারকার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে বলে খবর।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে ভারতীয় দল এই মুহূর্তে আমিরশাহিতে রয়েছে। রোহিত শর্মারা দুবাইয়ে পৌঁছে অনুশীলনও শুরু করেছেন। টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাক্টিস সেশনে মর্কেল উপস্থিত ছিলেন। তবে সোমবার অনুশীলনের সময় ভারতীয় দলের সঙ্গে দেখা যায়নি বোলিং কোচকে।
সূত্র মারফত খবর সোমবার দুবাই ছেড়ে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন মর্নি মর্কেল। জানা যাচ্ছে, মর্কেলের পিতা প্রয়াত হয়েছেন। সেই কারণেই তড়িঘড়ি ভারতীয় শিবির ছাড়েন প্রোটিয়া তারকা। তিনি কবে ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন, সেই বিষয়ে নিশ্চিত কোনও খবর নেই।