রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার ভোররাতে অস্ট্রেলিয়ায় পৌঁছেছে ভারতীয় দল। আগামী ১৯ তারিখ থেকে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে নামবে শুভমন গিলের দল। দীর্ঘদিন পর ব্যাট হাতে ২২ গজ এ ফিরতে চলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, এবার একদিনের ক্রিকেট থেকেও কী সরে দাঁড়াবেন ভারতীয় মহাতারকা। অস্ট্রেলিয়ায় পৌঁছে ১৩ শব্দের টুইট করে অবসর জল্পনা বাড়ালেন বিরাট কোহলি।
বৃহস্পতিবার সকালে আতঙ্কাই নিজের সমাজ মাধ্যমে টুইট করে বিরাট কোহলি লেখেন, “যখনই কেউ হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তখনই সে সত্যিকারের ব্যর্থ।” মুহুর্তের মধ্যে কোহলির এই টুইট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করতে শুরু করেছেন, তাহলে কি অস্ট্রেলিয়া সফরের পরেই একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন ভারতের রান মেশিন? তবে এমনটাও হতে পারে, আসন্ন ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের জন্য নিজেকে উজ্জীবিত করতেই এই পোস্ট৷