রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৮ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলবে ভারত। যদিও এশিয়ান স্তরের এই প্রতিযোগিতায় ভারতীয় দলের যোগ্যতা অর্জনের আর কোনও সুযোগই অবশিষ্ট নেই। তবুও ভারতীয় ফুটবলের জন্য এই ম্যাচের গুরুত্ব অপরিসীম। সম্প্রতি অস্ট্রেলিয়ান নাগরিকত্ব পরিত্যাগ করে, ভারতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন রায়ান উইলিয়ামস। ভুটানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে গোলও করেছেন তিনি। এবার বাংলাদেশের বিরুদ্ধে ২৩ জনের দলে অন্তর্ভুক্ত হলেন রায়ান উইলিয়ামস।
শনিবার সকালে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বাংলাদেশ যাওয়ার ২৩ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। যেখানে সুযোগ পেয়েছেন আনোয়ার আলি, নাওরেম মহেশরা। নাম রয়েছে রায়ান উইলিয়ামসেরও। তবে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একাদশে তাকে দেখা যাবে কিনা, তা হয়তো সময়ই বলবে।
বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ২৩ সদস্যের দল:
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, ঋত্বিক তিওয়ারি, সাহিল
ডিফেন্ডার: আকাশ মিশ্র, আনোয়ার আলি, বিকাশ য়ুমনাম, রালতে, জয় গুপ্ত, প্রমভীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান।
মিডফিল্ডার: ব্রাইসন ফার্নান্ডেজ, ফানাই, লুইস ম্যাকারটন নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং।
ফরোয়ার্ড: এডমুন্ড লালরিনদিকা, ছাংতে, মহম্মদ সানান, রহিম আলি, রায়ান উইলিয়ামস এবং বিক্রম প্রতাপ সিং।
হেড কোচ: খালিদ জামিল
