রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আজ চণ্ডীতলা প্রকৃতির উদ্যোগে গরলগাছার স্কুলের মাঠে বসন্ত উৎসবের আয়োজন করা হয়। সেই উৎসবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও শ্রী সৃঞ্জয় বোস।উপস্থিত ছিলেন সুবীর মুখার্জি, মোহনবাগান ক্লাবের অ্যাথলেটিক সচিব শ্রী দেবাশিস মিত্র, ডাঃ তপন কুমার ব্যানার্জি-সহ ডানকুনি পৌরসভার চেয়ারম্যান। বর্ষিয়ান মোহনবাগান সদস্য দেবাশীষ ব্যানার্জি ও উপস্থিত ছিলেন এই আনন্দ অনুষ্ঠানে।
এই সভায় সৃঞ্জয় বোস কে সংবর্ধনা জানানো হয় এবং শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আগামী বছর যখন এখানে এই বসন্ত উৎসব হবে, সৃঞ্জয় বোস আরো বড় দায়িত্ব নিয়ে আমাদের মধ্যে উপস্থিত হবে এবং সেই উদ্যোগ এখানকার মোহনবাগান সদস্য সমর্থকদের নিতে হবে। আজ প্রায় ৪০ জন মোহনবাগান সদস্য ও অগুনতি মোহনবাগান সমর্থক সৃঞ্জয় বোস শিবিরে যোগদান করেন।