Connect with us

ENG W vs IND W: পুরুষদের পরে এবারে লর্ডসের মাঠে হার ভারতের মেয়েদেরও। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইংল্যান্ডের ভূমিতে এই মুহূর্তে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত ভারতের পুরুষ দল। যেখানে এই মুহূর্তে সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়েও পড়েছে তারা। তবে শুধুমাত্র পুরুষ দল নয়, ইংল্যান্ডের মাটিতে সিরিজ খেলতে ব্যস্ত রয়েছে ভারতের মহিলা ক্রিকেট দলও। তিন ম্যাচের ওডিআই সিরিজের প্রথম ম্যাচে জয় নিয়ে, এই মুহূর্তে সিরিজে এগিয়ে রয়েছে হরমনপ্রীত কৌরের দল। শনিবার দ্বিতীয় ওডিআই ম্যাচটি খেলতে নেমেছিল ভারত। এবারে সেই ম্যাচে হারল ভারতের মহিলারা। এদিকে অবিরাম বৃষ্টির কারণে, ৫০ ওভারের ম্যাচের বদলে মাত্র ২৯ ওভারের হয়েছে এদিনের প্রথম ইনিংসের খেলা। তবে দ্বিতীয় ইনিংসেও সেই মতোই খেলা শুরু হলেও, শেষের দিকে আবারও বৃষ্টি শুরু হওয়ায়, খেলা হয়েছে অবশেষে ২৪ ওভারের। তবে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২৯ ওভারে মাত্র ১৪৩ রান তুলেছে ভারত। যেখানে সর্বাধিক রান পেয়েছেন স্মৃতি মন্দনা (৪২) এবং দীপ্তি শর্মা (৩০)। বল হাতে তিনটি উইকেট পেয়েছেন ইংল্যান্ডের সোফিয়ে এক্লেস্টন। দুটি করে পেয়েছেন এমিলি আর্লট এবং লিন্সি স্মিথ। একটি উইকেট পেয়েছেন চার্লি ডিনও।জবাবে ব্যাট করতে এসে শুরু থেকেই ভারতীয় বোলারদের উপরে চড়ে খেলেন ইংল্যান্ডের দুই ওপেনার এমি জোনস (৪৬*) এবং তামসিন বিউমন্ট (৩৪)। শেষের দিকে এসে ২১ রান করে দলকে জিতিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট। অপরদিকে ইংল্যান্ডের একমাত্র উইকেটটি নিয়েছিলেন ভারতের স্নেহ রানা।

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আহ্বান জানান ইংল্যান্ড মহিলা দলের অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট। প্রথমে ব্যাট করতে এসে শুরুতেই এমিলি আর্লটের বলে আউট হন ওপেনার প্রতিকা রাওয়াল (৩)। রান পাননি হার্লীন দেওল (১৬), জেমিমা রদ্রিগেজ (৩) এবং রিচা ঘোষ (২)। এদিকে মাত্র ৭ রান করেই আউট হয়েছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে 

নিজের সাভাবিক খেলা খেলে চলেছিলেন ওপেন করতে আসা স্মৃতি মন্দনা। ৫১ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন তিনি। শেষের দিকে এসে তাঁর সঙ্গ দিয়েছেন দীপ্তি শর্মা (৩০)। যেই সুবাদে নির্ধারিত ২৯ ওভারের খেলায়, ৮ উইকেট খুইয়ে ১৪৩ রান তোলে ভারত। 

জবাবে ব্যাট করতে এসে শুরুটা দারুন করেন ইংল্যান্ডের দুই ওপেনার এমি জোনস এবং তামসিন বিউমন্ট। শুরু থেকেই চালিয়ে খেলছিলেন দুজনে। দুজনে মিলে ৫০ রানের পার্টনারশিপও করেন। তবে ১০.২ ওভারে ইংল্যান্ডকে প্রথম ঝটকা দেন স্নেহ রানা। উইকেট তুলে নেন তামসিন বিউমন্টের (৩৪)। তিন নম্বরে ব্যাট করতে এসে ইনিংসের হাল ধরেন অধিনায়ক ন্যাট সিভার ব্রান্ট। আরেক ওপেনার এমি জোনসের সঙ্গে ইনিংসকে এগিয়ে নিয়ে যান তিনি। তবে বৃষ্টির কারণে ১৮.৪ ওভারে আবারও বন্ধ হয়ে যায় খেলা। তারপর খেলায় প্রয়োগ করা হয় ডিএলএস মেথড। যেখানে আবারও কমানো হয় ওভার এবং রান। অবশেষে ২৪ ওভারে ইংল্যান্ডকে করতে হতো মাত্র ১১৫ রান। যেই রান ২১ ওভারেই অনায়াসে তুলে নিয়ে জয় পায় ইংল্যান্ড। পাশাপাশি সিরিজে ১-১ এর সমতায় ফিরে আসে ন্যাট সিভার ব্রান্টের দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা