Connect with us

BSL 2025: সূচনা হয় গেল বেঙ্গল সুপার লিগের। বিস্তারিত পড়ুন…

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: বাংলার ফুটবলের এক নতুন অধ্যায়ের সূচনা হয় গেল। রবিবার মালদার ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশন স্টেডিয়ামে প্রথম মরশুমের বেঙ্গল সুপার লিগের সূচনা হল। মোট ৮টি ফ্র্যাঞ্চাইজির দল নিয়ে আয়োজিত হবে এই বেঙ্গল সুপার লিগ। ম্যাচগুলো আয়োজিত হবে ৮টি ভিন্ন জেলার মাঠে। এই প্রতিযোগীতার মূল উদ্দেশ্য হল কলকাতার ফুটবলারদের নিজেদের মেলে ধরার একটা সুযোগ করে দেওয়ার। পাশাপাশি জেলায় জেলায় ফুটবলের প্রতি মানুষের যাতে আরও আগ্রহ বাড়ে, এবং জেলা থেকে আগামী দিনে যাতে আরও বেশি বেশি ফুটবলাররা উঠে আসতে পারেন, সেই দিকেই মূল লক্ষ্য দিয়েছে এই বিএসএল। যেই দলগুলি এই বিএসএলে অংশ নিচ্ছে তারা হল, ১. সুন্দরবন বেঙ্গল অটো এফসি, ২. নর্থ ২৪ পরগনা এফসি, ৩. হাওড়া-হুগলী ওয়ারিয়র্স, ৪. এফসি মেদিনীপুর, ৫. বর্ধমান ব্লাস্টার্স, ৬. কোপা টাইগার্স বীরভূম, ৭. যেএইচআর রয়াল সিটি এফসি মালদা, এবং ৮. মুর্শিদাবাদ এবং নর্থবেঙ্গল ইউনাইটেড এফসি।

এই অনুষ্ঠানের উদ্বোধনের দিনে উপস্থিত ছিলেন বাংলার ফুটবলের বিশেষ ব্যক্তিত্বরা। যেখানে উপস্থিত ছিলেন আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জী, সেক্রেটারি অনির্বাণ দত্ত থেকে শুরু করে অন্যান্য দলের মালিকেরাও। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলার ফুটবলের কিংবদন্তি ভাস্কর গাঙ্গুলিও। বেঙ্গল সুপার লিগ নিয়ে তারা সকলে খুবই আশাবাদী। আইএফএ প্রেসিডেন্ট অজিত ব্যানার্জী বলেন, “বেঙ্গল সুপার লিগের সূচনা বাংলার ফুটবলের জন্য একটা বড় দিন। এই লিগের মাধ্যমে পশ্চিমবঙ্গে ফুটবলের আরও উন্নতি করা যাবে। পাশাপাশি বিভিন্ন জেলা থেকে আরও উদীয়মান ফুটবলারও উঠে আসবে”। শ্রাচি স্পোর্টসের কর্ণধার রাহুল টোডি জানিয়েছেন, “বেঙ্গলে সুপার লিগ হলো ফুটবলের এমন একটা মঞ্চ যেখান থেকে গ্রাসারুট ডেভেলপমেন্ট এবং তাদের জন্য একটা মঞ্চ তৈরি করে দেওয়া যেখান থেকে ফুটবলাররা নিজেদের মেলে ধরার সুযোগ পাবে। আমাদের লক্ষ্য এমন একটা লিগ তৈরি করা যার মাধ্যমে ভারতের ফুটবলকে আরও শক্তিশালী করা যায়”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য খেলা