রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টেনিস বিশ্বে নতুন ইতিহাস রচনা করলেন বেলারুশিয়ান তারকা আরিনা সাবালেঙ্কা। রবিবার নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে সাবালেঙ্কা ৬–৩, ৭–৬ (৭–৩) সেটে আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউএস ওপেন শিরোপা জিতলেন।
এই জয়ের মাধ্যমে সাবালেঙ্কা শুধু নিজের খেতাব রক্ষা করলেন না, বরং ২০১৪ সালের পর প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টানা দুইবার ইউএস ওপেন জয়ের কীর্তি গড়লেন। তার আগে একমাত্র সেরিনা উইলিয়ামসই এই সাফল্য অর্জন করেছিলেন।
ম্যাচ শেষে আবেগঘন প্রতিক্রিয়ায় সাবালেঙ্কা বলেন, “এই জয় আমার কাছে বিশেষ কারণ আমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে। টানা দ্বিতীয়বার শিরোপা জেতা সত্যিই স্বপ্নপূরণের মতো।”
এটি সাবালেঙ্কার ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। তার ধারাবাহিক সাফল্য প্রমাণ করে তিনি বর্তমান সময়ের সবচেয়ে প্রভাবশালী টেনিস তারকাদের একজন।
ম্যাচের পর দর্শকদের সামনে উঠে এসে তিনি নিজের সমর্থকদের ধন্যবাদ জানান। মুহূর্তটি ছিল আবেগময়—তিনি গ্যালারিতে লাফিয়ে উঠে তার সঙ্গী জর্জিওস ফ্রাঙ্গুলিসকে আলিঙ্গন করেন।
বিশেষজ্ঞরা বলছেন, এই জয় সাবালেঙ্কাকে বছরের শেষ র্যাংকিংয়ে শীর্ষে থাকার পথে অনেকটাই এগিয়ে দিল।