রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: রবিবার মধ্যরাতে ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে কার্লোস আলকারাজের মুখোমুখি হয়েছিলেন ইয়ানিক সিনার। শুরু থেকেই নিজের অভিজ্ঞতার ছাপ কোর্টে স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিলেন ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা। তবে এক বনাম দুই-এর লড়াইয়ে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। শেষ পর্যন্ত ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪ ব্যবধানে শীর্ষ স্থানে থাকা ইয়ানিক সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। সেই সঙ্গে কেরিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জিতলেন তিনি।
প্রথম সেটেই সিনারের একের পর এক সার্ভিস ভেঙে পয়েন্ট তুলতে থাকেন আলকারাজ। সিনারকে কোনঠাসা করে ৬-২ ব্যবধানে প্রথম সেট জেতেন পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী। কিন্তু দ্বিতীয় সেটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করেন ইয়ানিক সিনার। সার্ভিসের সুযোগ নিয়ে আলকারাজকে চাপে ফেলতে থাকেন তিনি। প্রত্যুত্তরে পালটা প্রত্যাঘাত আনেন আলকারাজ। যদিও সিনারের জেদের কাছে হার মানতে হয় আলকারাজকে। শেষ পর্যন্ত ৬-৩ ব্যবধানে দ্বিতীয় সেট নিজের নামে করেন সিনার।
তৃতীয় সেটের শুরু থেকেই স্বমহিমায় ফিরতে দেখা যায় পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ীকে। শুরুতেই সিনারের সার্ভিস ভেঙে এগিয়ে যান আলকারাজ। এরপর অবলীলায় একের পর এক পয়েন্ট তুলে নিতে থাকেন স্প্যানিশ টেনিস তারকা। একাধিপত্য দেখিয়ে ৬-১ ব্যবধানে তৃতীয় সেট জেতেন আলকারাজ। একাধিকবার ব্রেক পয়েন্টকে কাজে লাগান তিনি। প্রতিপক্ষের সার্ভিস ভাঙার পাশাপাশি, নিজের সার্ভিস ধরে রেখেই বাজিমাৎ করেন আলকারাজ। চতুর্থ সেটের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায় দুই প্রতিপক্ষের মধ্যে। দুই প্রতিদ্বন্দ্বী নিজের সার্ভিস কাজে লাগিয়ে পয়েন্ট তুলতে থাকেন। কিন্তু সিনারের তৃতীয় সার্ভিসটি ভাঙেন আলকারাজ। তবুও হাল ছাড়েননি সিনার। যদিও শেষরক্ষা হল না। ৬-৪ ব্যবধানে চতুর্থ সেট জিতে দ্বিতীয়বারের জন্য ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন আলকারাজ।